একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় ও টানা তিনবার ক্ষমতায় আসায় আওয়ামী লীগ আয়োজিত বিজয় উৎসবে যোগ দিতে সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর তিনটার দিকে তিনি সেখানে উপস্থিত হন। এই উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি। শুরুতে আওয়ামী লীগের নেতাকর্মী বক্তৃতা দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতা শুরু করেন বিকেলে। তিনি শুরুতেই আন্তরিকভাবে ধন্যবাদ জানান নির্বাচন কমিশন, তরুণদেরসহ সকল বাংলাদেশিদের।
তিনি বলেন,‘ এই নির্বাচনে জনগন আওয়ামী লীগবে ভোট দিয়েছে। এ রায় সন্ত্রাসের বিরুদ্ধে রায়। এই জয় দুর্নিতীবাজদের বিরুদ্ধে রায়’
বিজয় পাওয়া যেমন কঠিন। তেমনি তা রক্ষা করাও কঠিন। জনগন উন্নয়ন চায়, শান্তি চায়। আমরা ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো।
জনগন এ রায় দিয়েছে বাংলাদেশের উন্নয়নে। ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি। আমরা আরও আধুনিক ডিজটাল বাংলাদেশ গড়ে তুলতে চাই।
বাংলাদেশের জনগন স্বত:স্ফূর্তভাবে ভোট দিয়ে আমাদের জয় নিশ্চিত করেছেন।’