একের পর এক চমক যেন অপেক্ষা করছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর থেকেই। সদ্য ঘোষিত মন্ত্রিসভা যেন ঐ পথই অনুসরণ করেছে। জীবনে প্রথম সংসদ সদস্য পদে জয়লাভ করেই এবারের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন অনেকেই। মন্ত্রিসভায় স্থান পাওয়া ভাগ্যবানরা হলেন :
সিলেট-১ আসন থেকে এ কে আব্দুল মোমেন প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন। মন্ত্রিসভায় তাকে পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন শেখ হাসিনা।
পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিমও প্রথমবার নির্বাচিত হয়ে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। তাঁকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
বরিশাল-৫ থেকে নির্বাচিত সংসদ সদস্য জাহিদ ফারুককে প্রথমবারই মন্ত্রিসভায় ঠাঁই দিয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
শরীয়তপুর-২ থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীমকে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন শেখ হাসিনা।
চট্টগ্রাম-৯ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য চট্টগ্রামের প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরীর ছেলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলকে শিক্ষা উপ-মন্ত্রী করা হয়েছে।
শেখ হাসিনার নেতৃত্বে ৪৬ সদস্যের মন্ত্রিসভায় ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপ-মন্ত্রী সরকার পরিচালনা করবেন। মন্ত্রিসভার এই সদস্যরা আজ সোমবার বিকেলে বঙ্গভবনে শপথ নেবেন।