দায়িত্ব পাওয়ার পর রাজধানীর বাহিরে প্রথম সফর করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। নীলফামারীতে এসে সরকারের নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
ক্রীড়াঙ্গণে চাঙ্গাভাবে ফেরাতে তিনি জানান, ট্যালেন্ট হান্টের মাধ্যমে খেলোয়ার বের করে আনা হবে।
বুধবার বিকেলে(২৩জানুয়ারী) নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে আলাপকালে পরিকল্পনার কথা উল্লেখ করেন নযনিযুক্ত মন্ত্রী
মন্ত্রী বলেন, আন্তজার্তিক মান সম্পন্ন শেখ কামাল স্টেডিয়ামের আরো উন্নয়নে বরাদ্দ প্রদান ছাড়াও রাতের বেলা যাতে খেলা অনুষ্ঠিত হয় এজন্য ফ্লাড লাইটেরও ব্যবস্থা করা হবে।
পরে দেশের ফুটবলের বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগ(বিপিএল) এর বসুন্ধরা কিংস’র হোম ভেন্যু নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে লীগের উদ্বোধন করেন মন্ত্রী।
এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, ফিফা কাউন্সিলের সদস্য মাহফুজা আখতার কিরণ, বাফুফের সহ-সভাপতি মহি উদ্দিন আহমেদ, নির্বাহী কমিটির সদস্য সাকাওয়াত আলী খান জাহাঙ্গির, জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন,পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, বসুন্ধরা কিংস’র সভাপতি ইমরুল হাসান ও সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ উপস্থিত ছিলেন।
জেলা ক্রীড়া সংস্থা সুত্র জানায়, বিপিএল’র ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে শেখ কামাল স্টেডিয়ামে। নীলফামারী ছাড়াও দেশের ছয়টি জেলায় অনুষ্ঠিত হচ্ছে এই লীগ।