আগামীকাল বুধবার একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে। এদিনই সংসদের নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। অধিবেশন জুড়ে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করবেন, সংসদ সদস্যরা। ওই অধিবেশনেই গঠন করা হবে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি এবং বিভিন্ন সংসদ কমিটি।
২৮শে জানুয়ারি পূর্ণ হলো দশম জাতীয় সংসদের পাঁচ বছর মেয়াদ। এর একদিন পরই ৩০শে জানুয়ারি বুধবার বেলা তিনটায় বসতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।
এর আগে, গত ৩০শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসনে জয়ী হয়। নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন ৩রা জানুয়ারি। সংবিধান অনুযায়ী সংসদ সদস্যরা শপথ নেয়ার ৩০ দিনের মধ্যে প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।
নিয়ম অনুযায়ী, বছরের প্রথম অধিবেশনের প্রথম দিন ভাষন দেবেন রাষ্ট্রপতি। পরে তার ভাষণের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। অধিবেশনের শুরুতেই হবে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন।
তবে সংসদীয় রেওয়াজ অনুযায়ী, চলমান সংসদের কোনো এমপি মারা গেলে অধিবেশন শুরুর পর শোক প্রস্তাব গ্রহণ করে ওই দিনের মতো অধিবেশন মুলতবি করা হয়। এছাড়া সংসদে অবস্থানরত রাষ্ট্রপতির কাছে শপথ নেবেন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার। পরে নবনির্বাচিত স্পিকারের সভাপতিত্বে আবারও শুরু হবে অধিবেশন।
ঐ অধিবেশনে শোক প্রস্তাব উত্থাপনের পাশাপাশি গঠন করা হবে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি এবং বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটি।
দেশে মাদক, জঙ্গীবাদ ও দুর্নীতি দমনে এরইমধ্যে নানা পদক্ষেপ নিয়েছে নবগঠিত সরকার। এসব পদক্ষেপ বাস্তবায়নে আইনের সংস্কার ও নতুন আইন প্রনয়নসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মহান জাতীয় সংসদ-সেই প্রত্যাশা পুরো জাতির।