ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. আতিকুল ইসলাম বিপুল ভোটে এগিয়ে আছেন। এখন পর্যন্ত ঘোষিত ৩৮২টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকে পেয়েছেন দুই লাখ ৪৫ হাজার ৯৯০ ভোট।অন্যদিকে আতিকুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) মো. শাফিন আহমেদ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৭৫০ ভোট।আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত মেয়র নির্বাচনে অংশ নেয়নি অধিকাংশ রাজনৈতিক দল। এ নির্বাচন নিয়ে সিটিবাসীর তেমন আগ্রহ দেখা যায়নি।
ডিএনসিসির মোট ভোটার ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ লাখ ৬৩ হাজার ৫৩০। নারী ভোটার ১৪ লাখ ৭২ হাজার ৯১। ভোটকেন্দ্র এক হাজার ২৯৫ এবং ভোটকক্ষ ছয় হাজার ৪৮২।এদিকে সিটি নির্বাচন নিয়ে সন্তুষ্ট আওয়ামী লীগ। এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি বলেছেন, ‘ঢাকা উত্তরের মেয়র এবং উত্তর ও দক্ষিণের কিছু এলাকার কাউন্সিলর নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। জনগণ শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছে।’
অপরদিকে সিটি নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘কোথাও কোনো উত্তাপ, কোনো প্রতিযোগিতা নেই। নির্বাচন তো আমাদের দেশে একটা উৎসব। সেই উৎসবের কি লেশমাত্র আছে কোথাও? ব্যালট বক্স স্ট্যাফিং হয়ে গেছে রাতেই। মুখের মধ্যে একটা প্লাস্টিক সার্জারি করে গণতন্ত্র, গণতন্ত্রভাব দেখানো। কিন্তু ওটাতেও পারছেন না, ওটাতেও ব্যর্থ হয়ে যাচ্ছেন।’
অন্যদিকে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, ‘প্রধান বিরোধীদলগুলো অংশ না নেওয়ায় এটা অংশগ্রহণমূলক নির্বাচন নয়। আমি আজ সকালে মগবাজারের ইস্পাহানি ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। সরকার দলীয় মেয়রের পোলিং এজেন্ট ছাড়া আর কারও এজেন্টকে সেখানে দেখিনি।’ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম জানিয়ে মাহবুব তালুকদার বলেন, ‘ইস্পাহানি ভোটকেন্দ্রে পাঁচটি কেন্দ্রের ১৫টি বুথে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মাত্র ৩৮৫ জন ভোট দিয়েছেন। ওই পাঁচ কেন্দ্রে ভোটার রয়েছে নয় হাজার ৪১৩ জন।’নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তাতে ভোটারদের ভোট দিতে যেতে উৎসাহ দেখা যায় না বলে জানান এ নির্বাচন কমিশনার।