জানা যায়, গাজীপুর জেলা আইনজীবী সমিতির সদস্য (নং ৪২৪) মোহাম্মদ আসাদুল্লাহ বাদল, পিতা: আব্দুল কাদির, মাতা: আমেনা বেগম, স্থায়ী ঠিকানা: সাং ভিকরটেক, কাপাশিয়া, গাজীপুর, বর্তমান ঠিকানা: এফ ৮৮/২, উত্তর ছায়াবীথি, জয়দেবপুর, গাজীপুর, সনদ প্রাপ্তির তারিখ: ৩০/০৬/২০০৪ইং - বাংলাদেশ বার কাউন্সিলের আইনকানুন নিয়মনীতি অমান্য করে লাভজনক সংবাদপত্রের মালিক হয়ে ব্যাপকভাবে ব্যবসা করছেন।
তিনি সম্পাদক ও প্রকাশক হিসেবে দৈনিক যোগফল নামে একটি সংবাদপত্রের অনুমোদন নিয়ে তা ব্যাপকভাবে প্রকাশ, বিজ্ঞাপন প্রচার ও পত্রিকাটির অসংখ্য কপি বিক্রয় করে লাভজনক ব্যবসা করছেন। বাদল নিজে মালিক হয়ে পত্রিকাটির নামে একটি ওয়েব সাইট চালু করে তাতেও বিজ্ঞাপন প্রচার ও আন্যান্যভাবে লাভজনক ব্যবসা করছেন। এছাড়াও তিনি পত্রিকা ও ওয়েব সাইটের মাধ্যমে তার ব্যক্তিগত মতামত প্রকাশ ও প্রচার করছেন। যাতে সমাজের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গের ব্যাপারে মনগড়া ও মিথ্যা তথ্য পরিবেশন করা হয়ে থাকে।
এ ব্যাপারে গতকাল ২৭/০২/২০১৯ খ্রি: তারিখে উপযুক্ত ফি জমা দিয়ে বাংলাদেশ বার কাউন্সিলে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী জুলীয়াস চৌধুরী, ঠিকানা: পশ্চিম ৪০৪, আকবর ট্রেড সেন্টার, কে ২৩৫/২ পশ্চিম জয়দেবপুর, গাজীপুর।
উল্লেখ্য, Bangladesh Bar Council, Professional Conduct and Etiquette এর ৪র্থ অধ্যায়ের ৮ বিধি সাধারণ নিয়ম অনুযায়ী একজন আইনজীবী অন্য কোন পেশা বা ব্যবসা পরিচালনা করিবেন না কিংবা ঐ ধরণের পেশা বা ব্যবসায় সক্রিয় অংশীদার বা বেতনভুক্ত কর্মচারী হিসাবে কাজ করিবেন না- এই বিধান রয়েছে।
COMMENTS