গাজীপুর সিটি কর্পোরেশনের ইসলামপুর এলাকায় বুধবার ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে আরো ৩টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে। ছাড়পত্র ও অনুমোদন না থাকায় এসব ইটভাটা গুড়িয়ে দেয়ার পাশাপাশি ভাটার মালিকদের বিভিন্ন অংকের জরিমানা করা হয়। গাজীপুরের জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।
গাজীপুরের পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আ: সালাম সরকার জানান, সিটি কর্পোরেশন এলাকায় অবৈধভাবে ইটভাটা নির্মাণ করে ব্যবসা করার অভিযোগে ইসলামপুর এলাকার মেসার্স ইদ্রিস ব্রিকসের মালিককে ৪০ হাজার টাকা, মেসার্স এ এন্ড এ ব্রিকসের মালিককে ৪০ হাজার টাকা ও মেসার্স আরিফ এন্ড ব্রার্দাস ইটভাটার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস। এ সময় ভেকু মেশিন দিয়ে ভাটায় তৈরীকৃত ইট, ইট তৈরীর মোল্ডিং মেশিন গুড়িয়ে দেয়া হয়। এছাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ইটভাটার আগুন নিভিয়ে ফেলে।
তিনি আরো জানান, গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত ইটভাটাসমূহ দ্রæত অন্যত্র বিধিসম্মত স্থানে স্থানান্তরের জন্য ইটভাটা মালিকদের নির্দেশ প্রদান করা হয়েছে।
এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক, শেখ মোজাহিদ, দিলরুবা আক্তার এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাকারিয়া খান প্রমুখ উপস্থিত ছিলেন।