গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে সাদ অনুসারীদের দুই দিন ব্যাপী বিশ্ব ইজতেমার সময় আরো একদিন বাড়লো । আখেরি মোনাজাত সোমবারের পরিবর্তে মঙ্গলবার সকাল ১০টায় নির্ধারণ করা হয়েছে।
রোববার রাতে এ তথ্য জানান গাজীপুরের ডিসি ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। এর আগে সাদ অনুসারীরা ইজতেমা ময়দান ও প্রতিকূল আবহাওয়ার কারণে স্থানীয় প্রসাশনের কাছে এক দিন সময় বাড়ানোর জন্য আবেদন করেন।
রোববার বয়ান শুরুর পরপরই শুরু হয় বজ্রসহ বৃষ্টিপাত। হিম শীতল বাতাস আর বৃষ্টি উপেক্ষা করে ইজতেমায় আসেন সাদপন্থি হাজার হাজার মুসল্লি। তবে আখেরি মোনাজাতের দিন তারিখ নিয়ে ইজতেমার মুরুব্বি ও স্থানীয় প্রশাসনের মধ্যে মতভেদ দেখা দিয়েছিল। অবশেষে তার অবসান হলো। এবারের বিশ্ব ইজতেমা পাঁচ দিনে গড়ালো।