পাকিস্তানি সেনাবাহিনীর হাতে আটক হওয়া ভারতীয় জেট বিমানের সেই পাইলটের আরেকটি ভিডিও প্রকাশ করা হয়েছে।
পাকিস্তানি গণমাধ্যম ট্রিবিউন আটক হওয়া উইং কমান্ডার অভিনন্দনের একটি ভিডিও প্রকাশ করেছে। তিনি বলেন, ‘আমি এটা বলতে চাই পাকিস্তানি সেনাবাহিনী আমার ভালো দেখভাল করেছে। দেশে ফিরে গেলেও আমার বক্তব্যের পরিবতর্ন হবে না।’ এ সময় পাকিস্তানি সেনা সদস্যদের ‘ভদ্রলোক’ বলে অভিহিত করেন।
ভারতের এই উইং কমান্ডার বলেন, ‘ক্যাপ্টেন (পাকিস্তানের) আমাকে ভিড় ও সৈন্যদের হাত থেকে উদ্ধার করে। আমি আশা করি আমার দেশের সেনাবাহিনীও এসে আমাকে এভাবে উদ্ধার করবে। পাকিস্তানি সেনাবাহিনীর আচরণে আমি অভিভূত।’
প্রসঙ্গত, আজ বুধবার সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আকাশসীমা লঙ্ঘন করায় তারা দুটি ভারতীয় ফাইটার জেটকে ভূপাতিত করেছে।
পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, সকালে পাকিস্তান বিমান বাহিনী কর্তৃক ভারতে হামলার জবাবে নিয়ন্ত্রণ রেখা (লাইন অব কন্ট্রোল) অতিক্রম করে ভারতীয় বিমান। এ সময় পাকিস্তান বিমান বাহিনী দুটি ভারতীয় বিমানকে ভূপাতিত করে। একটি বিমান পাকিস্তানের আজাদ জম্মু ও কাশ্মীরে এবং অন্যটি ভারত অধিকৃত কাশ্মীরে পড়েছে। এতে দুজন ভারতীয় পাইলটকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন উইং কমান্ডার অভিনন্দন। অপর একজন আহত অবস্থায় সিএমএইচে চিকিৎসাধীন আছেন।
তবে ভারত সরকার থেকে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি। ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল প্রতিরক্ষা ও পররাষ্ট্র সচিবদের সঙ্গে বৈঠক করছেন।
পাকিস্তানি গণমাধ্যম ট্রিবিউন আটক হওয়া উইং কমান্ডার অভিনন্দনের একটি ভিডিও প্রকাশ করেছে। তিনি বলেন, ‘আমি এটা বলতে চাই পাকিস্তানি সেনাবাহিনী আমার ভালো দেখভাল করেছে। দেশে ফিরে গেলেও আমার বক্তব্যের পরিবতর্ন হবে না।’ এ সময় পাকিস্তানি সেনা সদস্যদের ‘ভদ্রলোক’ বলে অভিহিত করেন।
ভারতের এই উইং কমান্ডার বলেন, ‘ক্যাপ্টেন (পাকিস্তানের) আমাকে ভিড় ও সৈন্যদের হাত থেকে উদ্ধার করে। আমি আশা করি আমার দেশের সেনাবাহিনীও এসে আমাকে এভাবে উদ্ধার করবে। পাকিস্তানি সেনাবাহিনীর আচরণে আমি অভিভূত।’
প্রসঙ্গত, আজ বুধবার সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আকাশসীমা লঙ্ঘন করায় তারা দুটি ভারতীয় ফাইটার জেটকে ভূপাতিত করেছে।
পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, সকালে পাকিস্তান বিমান বাহিনী কর্তৃক ভারতে হামলার জবাবে নিয়ন্ত্রণ রেখা (লাইন অব কন্ট্রোল) অতিক্রম করে ভারতীয় বিমান। এ সময় পাকিস্তান বিমান বাহিনী দুটি ভারতীয় বিমানকে ভূপাতিত করে। একটি বিমান পাকিস্তানের আজাদ জম্মু ও কাশ্মীরে এবং অন্যটি ভারত অধিকৃত কাশ্মীরে পড়েছে। এতে দুজন ভারতীয় পাইলটকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন উইং কমান্ডার অভিনন্দন। অপর একজন আহত অবস্থায় সিএমএইচে চিকিৎসাধীন আছেন।
তবে ভারত সরকার থেকে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি। ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল প্রতিরক্ষা ও পররাষ্ট্র সচিবদের সঙ্গে বৈঠক করছেন।