গাজীপুরের পূবাইলে ট্রেনের চাপায় এক কলেজ ছাত্রী নিহত হয়েছে।বুদবার ২৭ ফেব্রুয়ারী বেলা বারোটায় সময় এদূর্ঘটনা ঘটে,নিহত ছাত্রীর পূবাইল ছোট কয়ের দরিদ্র অটোরিকশা চালক রুহুল আমিনের মেয়ে। নিহত ছাত্রী জান্নাতুল ফেরদৌস(লিমু) পূবাইল আদর্শ কলেজের একাদশ শেনীর ছাত্রী বলে জানা যায়।
![]() |
জান্নাতুল ফেরদৌস(লিমু) |
বাইল থানার ওসি মোয়ঃ নাজমুল হক ভূইয়া জানান খবর পেয়ে রেলওয়ে পুলিশকে জানিয়েছি।দূর্রঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে মেয়েটির ছিন্ন বিছিন্ন অংশ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন মেয়েটির পিতা।নিহত লিমুর পিতা রুহুল আমিন বলেন প্রতিদিনের মতো আজ সে কলেজে এসেছিল।