রাজনীতি থেকে আপাতত দূরে সরে থাকলেও পরিবারের সাথে দারুণ সময় কাটাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। সম্প্রতি একমাত্র ছেলের বাগদান সম্পন্ন করেছেন জাতীয় চার নেতার অন্যতম তাজউদ্দীন আহমদের এই পুত্র।
বিষয়টি নিয়ে ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে জানান সোহেল তাজ। পোস্টে তিনি লিখেছেন, ‘আমি সবার সাথে একটি সুখবর শেয়ার করছি- আমার একমাত্র ছেলে (মা: কঙ্কা করিম) ব্যারিস্টার তুরাজ আহমদ ও ড: বদিউজ্জামান ভূইয়াঁ এবং ড: আবিদা সুলতানা ইভার…’।
ফেসবুক পোস্টটি পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো…
আমি সবার সাথে একটি সুখবর শেয়ার করছি- আমার একমাত্র ছেলে (মা: কঙ্কা করিম) ব্যারিস্টার তুরাজ আহমদ ও ড: বদিউজ্জামান ভূইয়াঁ এবং ড: আবিদা সুলতানা ইভার একমাত্র কন্যা লাবিবা জামানের পান-চিনি (এনগেজমেন্ট) গতকাল শুক্রবার ১৫ই ফেব্রুয়ারী সম্পন্য হয়েছে I লাবিবা জামান পেশায় আইনজীবী এবং তার পিতা ড: বদিউজ্জামান ভূইয়াঁ, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ বিষয়ক সম্পাদক ছিলেন (বিগত কমিটির)
আমি সবার কাছে দোয়া এবং আশীর্বাদ কামনা করছি যাতে তাদের ভবিষ্যৎ জীবনের যাত্ৰা সুন্দর, সুখী ও শান্তিময় হয় I