প্রধানমন্ত্রীর দেয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচন পুর্ববর্তী ইশতেহার বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভা কক্ষে ইশতেহার বাস্তবায়নের পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে জরুরী সভা অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের অধীনস্থ সব বিভাগ, সংস্থা ও দপ্তর প্রধান উপস্থিত ছিলেন।
ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিম বলেছেন, ‘এটা নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রণালয়ের প্রথম সভা। মন্ত্রণালয়ের অধীনস্থ সব বিভাগকে নিজ নিজ পরিকল্পনা তৈরি করে এ সভায় উপস্থিত হওয়ার আহবান করা হয়েছিল। আমরা বিভিন্ন বিভাগ, সংস্থা ও দপ্তর প্রধানরা সভায় নিজেদের পরিকল্পনা উপস্থাপন করেছি।’
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক, শেখ হাসিনা যুব প্রশিক্ষণ কেন্দ্রের মহাপরিচালক, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব, ক্রীড়া পরিদপ্তরের পরিচালক ও বঙ্গবন্ধু ক্রীড়া ফাউন্ডেশনের সচিবকে এ জরুরী সভায় আমন্ত্রণ জানানো হয়।
প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের গৌরব জাগানো অবস্থান আরো সুদৃঢ় করা, ফুটবল-হকিসহ অন্যান্য খেলাকে আন্তর্জাতিক মানে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সব কিছু করা, ক্রীড়া ব্যবস্থাপনার উন্নয়ন, অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধি, প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণে পরিকল্পিত উদ্যোগ নেয়া, প্রাথমিক বিদ্যালয় থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিশু-কিশোর ও তরুণ-তরুণীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে খেলাধুলা ও শরীর চর্চাকে শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে অন্তর্ভূক্ত করা।