বাংলাদেশ সেনাবাহিনীতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ৩৮তম সরাসরি স্বল্পমেয়াদি কমিশনে আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস পদে এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী সব যোগ্য বাংলাদেশি নাগরিক আবেদন করতে পারেন।
পদের নাম: ৩৮তম সরাসরি স্বল্পমেয়াদি কমিশনে আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস।
যোগ্যতা: যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ পেয়ে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি ও ওজন ১০৪ পাউন্ড হতে হবে। সঙ্গে আবেদনকারী প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে। আবেদনের জন্য ১ মার্চ, ২০১৯ তারিখে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ২৬ বছর হতে হবে।
বেতন: সরকার কর্তৃক নির্ধারিত বেতন-ভাতা ও অন্য সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়া হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটের https://joinbangladesharmy.army.mil.bd/opencourses মাধ্যমে আবেদন করতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।
আবেদনের শেষ তারিখ: অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১ মার্চ, ২০১৯। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ মার্চ, ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে
COMMENTS