নিরাপদ সড়কের দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে শিক্ষার্থীরা। এতে ঢাকা ময়মনসিংহ, টাঙ্গাইল ও জয়দেবপুর সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং জনদূর্ভোগ বেড়ে যায়।
বুধবার দুপুরের দিকে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, সিটি কলেজসহ আশপাশের কয়েকটি কলেজ থেকে শিক্ষার্থীরা মহানগরের চান্দনা চৌরাস্তায় এসে জড়ো হয়।
শিক্ষার্থীরা রাস্তার মোড়ে বৃত্তাকার হয়ে দাঁড়িয়ে নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ দেখায়। পরে রাস্তায় গিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-জয়দেবপুর সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি মুক্তার হোসেন বলেন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের সেখান থেকে বুঝিয়ে বিকালে সরিয়ে দেয়া হয়েছে।
বুধবার দুপুরের দিকে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, সিটি কলেজসহ আশপাশের কয়েকটি কলেজ থেকে শিক্ষার্থীরা মহানগরের চান্দনা চৌরাস্তায় এসে জড়ো হয়।
শিক্ষার্থীরা রাস্তার মোড়ে বৃত্তাকার হয়ে দাঁড়িয়ে নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ দেখায়। পরে রাস্তায় গিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-জয়দেবপুর সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি মুক্তার হোসেন বলেন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের সেখান থেকে বুঝিয়ে বিকালে সরিয়ে দেয়া হয়েছে।
COMMENTS