ডেস্ক : বর্তমানে স্পোর্টস কেবলই খেলার মাঝে সীমাবদ্ধ নেই।এর সাথে যুক্ত হয়েছে বাণিজ্য। আর স্পোর্টস বাণিজ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দর্শকে মাঠে আনা এবং দর্শকের কাছে মাঠের খেলা পৌঁছে দেওয়া,যে কাজটি করে থাকে একটি টেলিভিশন চ্যানেল। খেলাধুলা নিয়ে মাতামাতির দেশ বাংলাদেশ। দর্শকদের উন্মাদনার শেষ নেই এইদেশে। তবে এতদিনেও এদেশের দর্শকদের খেলা দেখা কিংবা অনুসরণ করার জন্য নিজস্ব দেশীয় কোনো চ্যানেল ছিল না। তবে এবার সে আক্ষেপ দূর করতে যাচ্ছে ‘চ্যানেল নাইন’।
খেলাধুলা নিয়ে অল্প-বিস্তর কাজ অবেকদিন ধরেই করে আসছে চ্যানেল নাইন। নিউজিল্যান্ড থেকে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ সরাসরি সম্প্রচার যার সর্বশেষ উদাহরণ। গতকাল ৩ মার্চ ‘চ্যানেল নাইন’ ব্যাবস্থপনা পরিচালক এনায়েতুর রহমান স্বাক্ষরিত এক স্বারকে এই তথ্য জানানো হয়।
স্বারকটিতে বলা হয়, আগামী ২৮ মার্চ থেকে চ্যানেল নাইনের বার্তা বিভাগের সকল কার্যক্রম বন্ধ করা হবে। এছাড়া এখন থেকে ‘চ্যানেল নাইন’ কেবল জেনারেল ইন্টারটেইনমেন্ট ও স্পোর্টস সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার করবে। এর ফলে বাংলাদেশের দর্শকরা প্রথমবারের মতো নিজস্ব কোন স্পোর্টস চ্যানেল পেতে যাচ্ছে।
COMMENTS