
মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে বিক্ষোভরত নেতাকর্মীদের সঙ্গে দেখা করতে আসেন ডাকসু নির্বাচনে পরাজিত এই ভিপি প্রার্থী।
এ সময় শোভন সেখানে যাওয়ার পর নেতাকর্মীদের অনেকে কান্নায় ভেঙে পড়েন। এ সময় তিনি তাদেরকে শান্ত করার চেষ্টা করেন।
শোভন কর্মীদের উদ্দেশে বলেন, ‘সবাই তো আমাদের। কে আপন, কে পর? সবাই তো আপন। তুমি যদি মানুষকে পর করে দাও তাহলে তো হবে না। তোমাকে মনে রাখতে হবে তুমি বাংলাদেশ ছাত্রলীগের কর্মী। ছাত্রলীগ কর্মীদের মন অনেক বড় হতে হয়। আল্লাহর ওয়াস্তে তোমরা ভিসির বাসার সামনে থেকে সরে যাও। আমি ব্যক্তি না, আমি ছাত্রলীগের সভাপতি। আমার জায়গা এভাবে নষ্ট করো না, এটা আমার অনুরোধ।’
তিনি আরও বলেন, ভিসি আমাদের অভিভাবক। তাদের সাথে আমরা বেয়াদবি করতে পারি না। ছাত্রলীগকে উদারতা দেখাতে হবে তো।
এরপর বিকালে ঢাকা বিশ্ববিদ্যলয়ের টিএসসিতে গিয়ে নির্বাচিত ভিপি নুরুল হক নুরকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক শোভন।
টিএসসিতে পৌঁছেই নুরুকে পেয়ে জড়িয়ে ধরেন শোভন। উভয়ে তখন হাস্যোজ্জ্বল ছিলেন।
এ সময় শোভন বলেন, ভোটে নুর ভিপি নির্বাচিত হয়েছে। আমরা তাকে মেনে নিয়েছি। সবাই তাকে মেনে নেবেন। সে আমার বন্ধুর ছোট ভাই। এ নিয়ে কেউ কোনো সংঘর্ষে জড়াবে না।
এরপর বিশ্ববিদ্যালয় থেকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন নুরুল হক নুর।
সোমবার অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর ১১ হাজার ৬২ ভোট পেয়ে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পান ৯ হাজার ১২৯ ভোট।
এছাড়া নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়লাভ করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হন ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।
COMMENTS