আজ মহান স্বাধীনতা দিবস। এ দিন স্বাধীনতা পিপাসু মানুষ মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন। আর তাই ৪৮তম স্বাধীনতা দিবসে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বিসিবি একাদশের মধ্যে এক প্রীতি টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে। এতে খেলবেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও ক্রিকেট বোর্ড সভাপতি ও এমপি নাজমুল হাসান পাপন। তারা উভয়ে দু’দলের নেতৃত্ব দেবেন।
মঙ্গলবার সকাল ১১টায় হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বঙ্গবন্ধু ক্রীড়া সেবী কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একাদশের অধিনায়কের দায়িত্ব পালন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রী জাহিদ আহসান রাসেল। অপর দিকে বিসিবি একাদশের অধিনায়ক হিসবে মাঠে নামবেন বিসিবির অভিভাবক নাজমুল হাসান পাপন।
মঙ্গলবার সকাল ১১টায় হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বঙ্গবন্ধু ক্রীড়া সেবী কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একাদশের অধিনায়কের দায়িত্ব পালন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রী জাহিদ আহসান রাসেল। অপর দিকে বিসিবি একাদশের অধিনায়ক হিসবে মাঠে নামবেন বিসিবির অভিভাবক নাজমুল হাসান পাপন।
COMMENTS