গাজীপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস মঙ্গলবার পালিত হয়েছে। মঙ্গলবার সূর্য উদয়ের সাথে সাথে শহরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠ সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা হয়। এসময় শহীদদের স্মরণে শহরের শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান, পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর প্রেসক্লাবসহ রাজনৈতিক সামাজিক সংগঠন। পরে ভাওয়াল রাজবাড়ী প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করা হয়।
সকালে শহরের শহীদ বরকত স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন এবং স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মোহাম্মদ শরিফুর রহমান।
এছাড়া শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে শহরের শহীদ বরকত স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন এবং স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মোহাম্মদ শরিফুর রহমান।
এছাড়া শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
COMMENTS