ডিম চাউলের পর এবার ভেজাল ওষুধ উদ্ধার। গাজীপুরেই তৈরি হচ্ছে কোরিয়ার নামি দামি ওষুধ এমন তথ্যের ভিত্তিতে বুধবার মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মুল্যের ভেজাল ঔষধ উদ্বার করেছে। এসময় কারখানার ৪ শ্রমিক কর্মটারীকে আটক করা হয় । আটককৃতরা হলো সুজন ,দীপকরেশা, রাজিউল ও সুলতান মাহমুদ।
গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ড, রুহুল আমিন সরকার বুধবার দুপুরে নিজ কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে মাধ্যমে জানান, গাজীপুর মহানগেরর হাতিয়াব ত্রলাকায় উইলস মার্কেটিং কোম্পানী লিঃ নামক কারখানায় বিদেশী ভেজাল ঔষধ বিভিন্ন কোম্পানীর নাম ব্যবহার করে পশু পাখি মাছ মুরগী ও গরু মোটাজাত করণ সহ বিভিন্ন প্রকার ভেজাল ঔষধ তৈরী করে বাজার জাত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিনব্যাপি অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকার ঔষধ উদ্ধার করা হয়েছে।
তবে পুলিশ কারখানার মালিক কে গ্রেফতার করতে পারেনি।
গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ড, রুহুল আমিন সরকার বুধবার দুপুরে নিজ কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে মাধ্যমে জানান, গাজীপুর মহানগেরর হাতিয়াব ত্রলাকায় উইলস মার্কেটিং কোম্পানী লিঃ নামক কারখানায় বিদেশী ভেজাল ঔষধ বিভিন্ন কোম্পানীর নাম ব্যবহার করে পশু পাখি মাছ মুরগী ও গরু মোটাজাত করণ সহ বিভিন্ন প্রকার ভেজাল ঔষধ তৈরী করে বাজার জাত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিনব্যাপি অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকার ঔষধ উদ্ধার করা হয়েছে।
তবে পুলিশ কারখানার মালিক কে গ্রেফতার করতে পারেনি।
COMMENTS