বাংলাদেশ-ভারতের মধ্যে এয়ার, রেল, পণ্যবাহী জাহাজ ও বাসের পর চালু হচ্ছে ঢাকা-কলকাতা নৌযান যাত্রীসেবা। শুক্রবার ঢাকা ও কলকাতা থেকে যাত্রীবাহী দুটি ক্রুজ শিপ ছেড়ে আসার মধ্য দিয়ে শুরু হচ্ছে প্রথম যাত্রীবাহী নৌ চলাচল। বাংলাদেশ-ভারত নৌ প্রটোকল চুক্তির আওতায় দুই দেশের নৌ-ভ্রমণে ইচ্ছুক পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে সুন্দরবনের মধ্য দিয়ে ঢাকা-কলকাতা যাত্রীবাহী নৌ চলাচল করবে।
শুক্রবার বিকাল ৫টায় নারায়ণগঞ্জের পাগলায় মেরিএন্ডারসন ভিআইপি ঘাট থেকে যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে বিআইডাব্লুউটিসির নিজস্ব অত্যাধুনিক ক্রুজ শিপ এমভি মধুমতি। অপর দিকে এই দিন কোলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে আসবে ভারতের ক্রুজ শিপ মেসার্স আরভি বেঙ্গল গঙ্গা।
বিআইডাব্লুউটিসি জানায়, ক্রুজ শিপ এমভি মধুমতি কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
গতবছর বাংলাদেশের নৌপরিবহন সচিব আবদুস সামাদ ও ভারতের জাহাজ মন্ত্রণালয়ের সচিব গোপাল কৃষ্ণের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এ জন্য নৌ রুট নির্ধারণ করা হয়েছে। নারায়ণগঞ্জের পাগলায় হয়ে বরিশাল-মোংলা-সুন্দরবন-আন্টিহারা হয়ে ভারতের হলদিয়া হয়ে কোলকাতা।
দুই দেশের পর্যটকদের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে। দুইজনের ফ্যামিলি স্যুট ১৫ হাজার টাকা, দুইজনের ডিলাক্স শ্রেণি ১০ হাজার টাকা, যাত্রী প্রতি ইকোনমিক চে
COMMENTS