পুলওয়ামায় হামলার পর ভারত ও পাকিস্তানের রাজনীতি মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। আর এর প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনও। সেই সময় চলমান পাকিস্তান সুপার লিগের সম্প্রচার বন্ধ করে দেয় ভারত।
এবার সেই বদলা নিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেরও সম্প্রচার করবে না পাকিস্তান। ভারতীয় স্যাটেলাইট চ্যানেলগুলোর সাথে সাথে ওয়েবসাইট ক্রিকবাজও তাদের সাইট থেকে সরিয়ে নিয়েছিল পিএসএলের স্কোরসহ যাবতীয় খরবাখবর।
আগামী শনিবার (২৩ মার্চ) চেন্নাইয়ের মাটিতে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে প্রায় দেড় মাসব্যাপী আসন্ন আইপিএলের আসর।
এবার ভারতকে মুদ্রার উল্টা পিঠটা দেখাবে পাকিস্তানও। পাকিস্তানের কোন চ্যানেলে আইপিএলের খেলা না দেখানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এছাড়া পাকিস্তানে সম্প্রচারিত অন্য চ্যানেলেও সম্প্রচার করা যাবে না আইপিএল এমনটাই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। অর্থাৎ একেবারেই তাদের দেশের কোথাও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দেখা যাবে না।
পুলওয়ামা হামলার পর থেকেই দুই দেশের নেতিবাচক সম্পর্কের কু প্রভাব পড়েছে ক্রিকেটে। যদিও আগেও খুব ভালো ছিল না ভারত ও পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্কও। গত ছয় বছর ধরে পাকিস্তানের সাথে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলে পাকিস্তান।
ভারতীয় কোম্পানি রিলায়েন্সের চুক্তি ছিল পাকিস্তান সুপার লিগের আয়োজকদের সাথে। তবে পিএসএল শুরুর কিছুদিন আগে সম্প্রচার চুক্তি বাতিল করেছিল ভারতীয় কোম্পানিটি। ভারতের এমন কান্ডে হুমকির মুখে পড়েছিল বিশ্বব্যাপী পিএসএলের সম্প্রচার। ফলে ভারতের ওপর আরো চটে গিয়েছিল পাকিস্তান।
তাই সেই বদলা নিতেই এবার পাকিস্তানের ইলেক্ট্রনিক মিডিয়া নিয়ন্ত্রণকারি সংস্থা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে পাকিস্তানে তারা আইপিএলের সম্প্রচার হতে দেবেন না তাঁরা। পরবর্তীতে পাকিস্তানের মন্ত্রীসভাতেও পাশ হওয়ার অপেক্ষায় আছে এই প্রস্তাব।
আইপিএলে পাকিস্তানি ক্রিকেটাররা না খেললেও পাকিস্তানে জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজি লিগটি। ফলে পাকিস্তানে সম্প্রচারের থেকে মোটা অংকের টাকাও আয় করতে পারতো ভারত। কিন্তু দেশটিতে আইপিএল সম্প্রচার বন্ধ হয়ে যাওয়ায় বেশ আর্থিক ক্ষতির সম্মুখীন হবে আইপিএল কর্তৃপক্ষ।
এবার সেই বদলা নিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেরও সম্প্রচার করবে না পাকিস্তান। ভারতীয় স্যাটেলাইট চ্যানেলগুলোর সাথে সাথে ওয়েবসাইট ক্রিকবাজও তাদের সাইট থেকে সরিয়ে নিয়েছিল পিএসএলের স্কোরসহ যাবতীয় খরবাখবর।
আগামী শনিবার (২৩ মার্চ) চেন্নাইয়ের মাটিতে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে প্রায় দেড় মাসব্যাপী আসন্ন আইপিএলের আসর।
এবার ভারতকে মুদ্রার উল্টা পিঠটা দেখাবে পাকিস্তানও। পাকিস্তানের কোন চ্যানেলে আইপিএলের খেলা না দেখানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এছাড়া পাকিস্তানে সম্প্রচারিত অন্য চ্যানেলেও সম্প্রচার করা যাবে না আইপিএল এমনটাই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। অর্থাৎ একেবারেই তাদের দেশের কোথাও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দেখা যাবে না।
পুলওয়ামা হামলার পর থেকেই দুই দেশের নেতিবাচক সম্পর্কের কু প্রভাব পড়েছে ক্রিকেটে। যদিও আগেও খুব ভালো ছিল না ভারত ও পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্কও। গত ছয় বছর ধরে পাকিস্তানের সাথে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলে পাকিস্তান।
ভারতীয় কোম্পানি রিলায়েন্সের চুক্তি ছিল পাকিস্তান সুপার লিগের আয়োজকদের সাথে। তবে পিএসএল শুরুর কিছুদিন আগে সম্প্রচার চুক্তি বাতিল করেছিল ভারতীয় কোম্পানিটি। ভারতের এমন কান্ডে হুমকির মুখে পড়েছিল বিশ্বব্যাপী পিএসএলের সম্প্রচার। ফলে ভারতের ওপর আরো চটে গিয়েছিল পাকিস্তান।
তাই সেই বদলা নিতেই এবার পাকিস্তানের ইলেক্ট্রনিক মিডিয়া নিয়ন্ত্রণকারি সংস্থা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে পাকিস্তানে তারা আইপিএলের সম্প্রচার হতে দেবেন না তাঁরা। পরবর্তীতে পাকিস্তানের মন্ত্রীসভাতেও পাশ হওয়ার অপেক্ষায় আছে এই প্রস্তাব।
আইপিএলে পাকিস্তানি ক্রিকেটাররা না খেললেও পাকিস্তানে জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজি লিগটি। ফলে পাকিস্তানে সম্প্রচারের থেকে মোটা অংকের টাকাও আয় করতে পারতো ভারত। কিন্তু দেশটিতে আইপিএল সম্প্রচার বন্ধ হয়ে যাওয়ায় বেশ আর্থিক ক্ষতির সম্মুখীন হবে আইপিএল কর্তৃপক্ষ।
COMMENTS