টঙ্গী বাজার মাতবর বাড়ি এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। নিহত প্রিন্স মাহমুদ নাহিদ (২৫) টঙ্গীর বনমালা রেললাইনের পশ্চিম পাশ এলাকার জহুরুল ইসলামের ছেলে।
নাহিদ স্থানীয় সিরাজ উদ্দিন স্কুল এন্ড কলেজের ছাত্র ছিল। ছাত্র রাজনীতির পাশাপাশি নাহিদ উত্তররার আবদুল্লাহপুরে বরিশাল স মিল এবং টঙ্গীর হোসেন মার্কেটের তামান্না স মিলের ব্যবসা পরিচালনা করতো।
নাহিদের বন্ধুরা জানান, শুক্রবার রাতে নাহিদ তার বন্ধু মুন্নাকে সাথে নিয়ে নামাজ পড়ে যাবার পথে টঙ্গী বাজার এলাকায় একই রাজনৈতিক দলের প্রতিপক্ষ গ্রূপের ১০/১২ জন দা-ছুরি নিয়ে অতর্কিতে নাহিদের উপর ঝাপিয়ে পড়ে। এ সময় ছোরার কয়েকটি আঘাত নাহিদের বুকে বিদ্ধ হয়। এ সময় নাহিদ হত্যাকারীদের হাত থেকে বাঁচার জন্য পথচারীদের সাহায্য চাইলে ভয়ে কেউ এগিয়ে আসেনি। দৌড়াদৌড়ি করে লোকজন পালাতে থাকে।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপতালে নেয়া হলে তার অবস্থার অবনতি ঘটলে ডাক্তাররা তাকে ঢাকায় পাঠিয়ে দেয়। ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেয়া হলে ওই হাসপাতালের ডাক্তাররা তাকে মৃত্যু ঘোষনা করেন।
নাহিদের নির্মম হত্যাকান্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে আসলেও হত্যাকারীদের কাউকে খুঁজে পায়নি পুলিশ। টঙ্গী পূর্ব থানার ওসি কামাল হোসেন হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান,হত্যাকারীদের গ্রেফতাওে অভিযান অব্যাহত রয়েছে।
COMMENTS