বলিউডের জনপ্রিয় তারকা চলচ্চিত্র অভিনেতা সঞ্জয় দত্ত এখন ঢাকায়। ২৮ মার্চ, বৃহস্পতিবার দুপুরে বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান।
রাজধানীতে তিন দিনব্যাপী বঙ্গবন্ধু কাপ গলফের লোগো উন্মোচন অনুষ্ঠানে তিনি সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন বলে প্রিয়.কমকে জানিয়েছেন আয়োজক সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ঢাকা সেনানিবাসে কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজনটির লোগো উন্মোচন করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে সেসময় ছিলেন ‘মুন্না ভাই’ও।
আয়োজকদের সঙ্গে সঞ্জয় দত্ত কত দিন ঢাকায় থাকবেন কিংবা তার পরবর্তী কর্মসূচি সম্পর্কে কিছু জানা যায়নি।
সঞ্জয় দত্ত এর আগে ২০১০ সালে ভারতীয় একটি ব্যবসা প্রতিষ্ঠানের বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে মাত্র ৫ ঘণ্টার জন্য ঢাকায় এসেছিলেন।
কুর্মিটোলা গলফ ক্লাবে ৩ এপ্রিল শুরু হবে বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন-২০১৯। এই টুর্নামেন্টের ট্রফি উন্মোচন হবে আগামী ৩১ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টায়। ২২ দেশের সেরা গলফাররা টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। ঢাকা সেনানিবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এটিই প্রথম আন্তর্জাতিক গলফ টুর্নামেন্ট।
বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেনেন্ট জেনারেল মোহাম্মদ শামসুল হক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বাংলাদেশ গলফ ফেডারেশনের একজন কর্মকর্তা জানান, ওয়েস্ট ইন্ডিজের সর্বকালের সেরা ক্রিকেটার গর্ডন গ্রিনিজ এই টুর্নামেন্টে অংশ নেবেন।
১৯৮১ সালে চলচ্চিত্রে অভিষেকের পর সঞ্জয় দত্ত ১৮০-এর অধিক হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। যদিও দত্ত প্রণয়ধর্মী থেকে শুরু করে হাস্যরসাত্মক চলচ্চিত্রে শ্রেষ্ঠাংশে অভিনয় করে সফলতা অর্জন করেছেন, নাট্যধর্মী ও অ্যাকশনধর্মী চলচ্চিত্রে গ্যাংস্টার, গুন্ডা ও পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করে তিনি বেশি সমাদৃত হয়েছেন।
রাজধানীতে তিন দিনব্যাপী বঙ্গবন্ধু কাপ গলফের লোগো উন্মোচন অনুষ্ঠানে তিনি সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন বলে প্রিয়.কমকে জানিয়েছেন আয়োজক সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ঢাকা সেনানিবাসে কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজনটির লোগো উন্মোচন করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে সেসময় ছিলেন ‘মুন্না ভাই’ও।
আয়োজকদের সঙ্গে সঞ্জয় দত্ত কত দিন ঢাকায় থাকবেন কিংবা তার পরবর্তী কর্মসূচি সম্পর্কে কিছু জানা যায়নি।
সঞ্জয় দত্ত এর আগে ২০১০ সালে ভারতীয় একটি ব্যবসা প্রতিষ্ঠানের বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে মাত্র ৫ ঘণ্টার জন্য ঢাকায় এসেছিলেন।
![]() |
ঢাকার এয়ারপোর্টে সঞ্জয় দত্ত। ছবি: সংগৃহীত |
বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেনেন্ট জেনারেল মোহাম্মদ শামসুল হক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বাংলাদেশ গলফ ফেডারেশনের একজন কর্মকর্তা জানান, ওয়েস্ট ইন্ডিজের সর্বকালের সেরা ক্রিকেটার গর্ডন গ্রিনিজ এই টুর্নামেন্টে অংশ নেবেন।
১৯৮১ সালে চলচ্চিত্রে অভিষেকের পর সঞ্জয় দত্ত ১৮০-এর অধিক হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। যদিও দত্ত প্রণয়ধর্মী থেকে শুরু করে হাস্যরসাত্মক চলচ্চিত্রে শ্রেষ্ঠাংশে অভিনয় করে সফলতা অর্জন করেছেন, নাট্যধর্মী ও অ্যাকশনধর্মী চলচ্চিত্রে গ্যাংস্টার, গুন্ডা ও পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করে তিনি বেশি সমাদৃত হয়েছেন।
COMMENTS