গাজীপুরের টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং নবীন বরণ হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. আজমত উল্লা খানের সভাপতিত্বে নবীন বরণ ও একাডেমিক ভবন উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
এতে স্বাগত বক্তব্য রাখেন, টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ওয়াদুদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মো. উসমান আলী, কোষাধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, উপদেষ্টা কাজী মোহাম্মদ সেলিম, টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ফজলুল হক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আজহার উদ্দিন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১নং ওয়ার্ড কাউন্সিলর মো. আমজাদ হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাখি সরকার, গাজীপুর জজ কোর্টের স্পেশাল পিপি অ্যাড. মো. শাহজাহান, আওয়ামী লীগ নেতা আব্দুল বাছেদ খান, বিদ্যালয়ের অভিভাবক ফোরামের যুগ্ম আহ্বায়ক আজহার উদ্দিন বেপারী, প্রভাতী শাখার সহকারী প্রধান জাহান আরা বেগম, দিবা শাখার সহকারী প্রধান মজিবুর রহমান, কলেজ ইনচার্জ আব্দুল আলীম, ভোকেশনাল ইনচার্জ হাবিবুর রহমান, আবুবকর সিদ্দিক, চৌধুরী আশরাফ আলী, গোলজার হোসেন, জাকির হোসেন, যুবলীগ নেতা হাজী মো. শাহ আলম।
আলোচনা সভা শেষে ২০১৯ সালে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত ছাত্র ছাত্রীদের নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এসময় কলেজের শহীদ আহসান উল্লাহ মাস্টার একাডেমিক ভবনের ৪র্থ ও ৫ম তলার উদ্বোধন করা।
COMMENTS