জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু-কিশোর দিবস উপলক্ষে ১৭ মার্চ দেশের সব সরকারি হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বিনামূল্যে চিকিৎসাসেবা দেবার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, ওই দিন দেশের সকল সরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের বহির্বিভাগে সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে। এছাড়া ওই দিন সব হাসপাতালে উন্নত খাবার পরিবেশন করা হবে।
শিশু ওয়ার্ডগুলোকে বর্ণিল করে সুসজ্জিত করার পাশাপাশি বিভিন্ন স্থাপনায় ব্যানার ও ফেস্টুন প্রদর্শনের উদ্যোগও নেয়া হয়েছে।
মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, ওই দিন দেশের সকল সরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের বহির্বিভাগে সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে। এছাড়া ওই দিন সব হাসপাতালে উন্নত খাবার পরিবেশন করা হবে।
শিশু ওয়ার্ডগুলোকে বর্ণিল করে সুসজ্জিত করার পাশাপাশি বিভিন্ন স্থাপনায় ব্যানার ও ফেস্টুন প্রদর্শনের উদ্যোগও নেয়া হয়েছে।
COMMENTS