গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকা থেকে সোমবার রাতে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে আটক করেছে র্যাব। অস্ত্র ছাড়াও তাদের কাছে থাকা নগদ ৩১,৭৮০ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন শ্রীপুর উপজেলার গলদাপাড়া গ্রামের মানছারুল ইসলাম তামিম, মোস্তফা কামাল, নাজমুল হাসান, নুরুল আমিন ও শাহারিয়ার কাজল।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন, সোমবার রাতে শ্রীপুরের জৈনা বাজার এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। পরে অস্ত্রসহ ওই পাঁচ ডাকাতকে হাতেনাতে আটক করা হয়।’
আটককৃতরা হলেন শ্রীপুর উপজেলার গলদাপাড়া গ্রামের মানছারুল ইসলাম তামিম, মোস্তফা কামাল, নাজমুল হাসান, নুরুল আমিন ও শাহারিয়ার কাজল।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন, সোমবার রাতে শ্রীপুরের জৈনা বাজার এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। পরে অস্ত্রসহ ওই পাঁচ ডাকাতকে হাতেনাতে আটক করা হয়।’
COMMENTS