মিয়ানমারের উত্তরাঞ্চলে একটি জেড খনিতে ভূমিধসে চাপা পড়া অন্তত ৫৪ খনি শ্রমিকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার রাতে ঘুমন্ত অবস্থায় তারা ভূমিধসের নিচে চাপা পড়েন।
মিয়ানমার পুলিশ জানিয়েছে, কাচিন রাজ্যে বড় ধরনের এই ভূমিধসের ঘটনাটি ঘটে এবং এতে একটি ‘কাদার হ্রদ’ তৈরি হয়েছে আর ৪০টি গাড়িসহ শ্রমিকদের বাসস্থান এর নিচে চাপা পড়েছে।
স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, এ পর্যন্ত তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। তবে ‘দেহগুলো বের করে আনা অত্যন্ত কঠিন’ বলে মন্তব্য করেছেন তিনি। স্থানীয় জনপ্রতিনিধি টিন সোয়ে বলেছেন, “তারা বাঁচবে না। এটা সম্ভব নয় কারণ তারা কাদার নিচে চাপা পড়েছে।”
ভূমিধসের শুয়ি নগর কোয়ে কুং এবং মিয়ানমার থুরা জেম এ দুটি কোম্পানির জানমালের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মিয়ানমারের তথ্য মন্ত্রণালয়। তল্লাশি ও উদ্ধার কাজ অব্যাহত আছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। মিয়ানমারের জেড খনিগুলোতে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে এবং এতে অনেক লোকের মৃত্যুর হয়।
সূত্র : বিবিসি
মিয়ানমার পুলিশ জানিয়েছে, কাচিন রাজ্যে বড় ধরনের এই ভূমিধসের ঘটনাটি ঘটে এবং এতে একটি ‘কাদার হ্রদ’ তৈরি হয়েছে আর ৪০টি গাড়িসহ শ্রমিকদের বাসস্থান এর নিচে চাপা পড়েছে।
স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, এ পর্যন্ত তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। তবে ‘দেহগুলো বের করে আনা অত্যন্ত কঠিন’ বলে মন্তব্য করেছেন তিনি। স্থানীয় জনপ্রতিনিধি টিন সোয়ে বলেছেন, “তারা বাঁচবে না। এটা সম্ভব নয় কারণ তারা কাদার নিচে চাপা পড়েছে।”
ভূমিধসের শুয়ি নগর কোয়ে কুং এবং মিয়ানমার থুরা জেম এ দুটি কোম্পানির জানমালের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মিয়ানমারের তথ্য মন্ত্রণালয়। তল্লাশি ও উদ্ধার কাজ অব্যাহত আছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। মিয়ানমারের জেড খনিগুলোতে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে এবং এতে অনেক লোকের মৃত্যুর হয়।
সূত্র : বিবিসি
COMMENTS