বিনোদন ডেস্ক: নব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজ। অনেক আগে সিনেমা ছেড়ে সংসারে মনোযোগী হয়েছেন এ দম্পতি। নামিরা নাঈম ও মাহাদিয়া নাঈম নামে তাদের দুই কন্যা সন্তান রয়েছে। বাবা-মায়ের পথে এখনো কেউ পা বাড়াননি। তবে বাবার ইচ্ছেতেই গানের চর্চা করছেন নাঈমের ছোট মেয়ে মাহাদিয়া নাঈম।
সম্প্রতি দুটি গানে কণ্ঠ দিয়েছেন মাহাদিয়া। নিউজিল্যান্ডের জনপ্রিয় সংগীতশিল্পী লর্ডের গাওয়া ‘রয়্যালস’ গানটি কাভার করেছেন তিনি। নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন মানাম আহমেদ। গত ২ এপ্রিল মাহাদিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেল মুক্তি পায়। এছাড়া তিনি কাভার করেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁশলের গাওয়া ‘যেতে দাও আমায় ডেকো না’ গানটি। এর সংগীতায়োজন করেছেন সৈয়দ সুজন। গত ৯ এপ্রিল তার ইউটিউবে মুক্তি পেয়েছে গানটি। গান দুটি নিয়ে নির্মিত ভিডিও পরিচালনা করেছেন অভিনেত্রী শাবনাজ। প্রযোজনা করেছেন অভিনেতা নাঈম।
নাঈম চিত্রনায়ক হিসেবে পরিচিত হলেও ভালো গানও গাইতে পারেন। তাই ছোটবেলা থেকেই মেয়েকে গানের তালিম দেন তিনি। পরবর্তীতে সালাউদ্দিন শান্তনুর কাছে শাস্ত্রীয় সংগীত ও গজলের তালিম নিয়েছেন মাহাদিয়া। নজরুলসংগীতের ওপরও তালিম নিয়েছেন তিনি। এরপর কানাডিয়ান জনপ্রিয় সংগীতশিল্পী সেলিন ডিওনের একটি গান প্রকাশ করবেন বলে জানা গেছে। দেখুন : ‘যেতে দাও আমায় ডেকো না’ গানটি।
সম্প্রতি দুটি গানে কণ্ঠ দিয়েছেন মাহাদিয়া। নিউজিল্যান্ডের জনপ্রিয় সংগীতশিল্পী লর্ডের গাওয়া ‘রয়্যালস’ গানটি কাভার করেছেন তিনি। নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন মানাম আহমেদ। গত ২ এপ্রিল মাহাদিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেল মুক্তি পায়। এছাড়া তিনি কাভার করেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁশলের গাওয়া ‘যেতে দাও আমায় ডেকো না’ গানটি। এর সংগীতায়োজন করেছেন সৈয়দ সুজন। গত ৯ এপ্রিল তার ইউটিউবে মুক্তি পেয়েছে গানটি। গান দুটি নিয়ে নির্মিত ভিডিও পরিচালনা করেছেন অভিনেত্রী শাবনাজ। প্রযোজনা করেছেন অভিনেতা নাঈম।
নাঈম চিত্রনায়ক হিসেবে পরিচিত হলেও ভালো গানও গাইতে পারেন। তাই ছোটবেলা থেকেই মেয়েকে গানের তালিম দেন তিনি। পরবর্তীতে সালাউদ্দিন শান্তনুর কাছে শাস্ত্রীয় সংগীত ও গজলের তালিম নিয়েছেন মাহাদিয়া। নজরুলসংগীতের ওপরও তালিম নিয়েছেন তিনি। এরপর কানাডিয়ান জনপ্রিয় সংগীতশিল্পী সেলিন ডিওনের একটি গান প্রকাশ করবেন বলে জানা গেছে। দেখুন : ‘যেতে দাও আমায় ডেকো না’ গানটি।
COMMENTS