গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় পৃথক ট্রেন দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। রেলওয়ে পুলিশ বুধবার সকালে এবং মঙ্গলবার রাতে নিহতদের লাশ দুটি উদ্ধার করেছে।
নিহত ব্যক্তিদের নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের একজনের বয়স আনুমানিক ৩৫ বছর, তার গায়ে আকাশি রঙের ফুলহাতা শার্ট ও সাদা- কালো লুঙ্গি রয়েছে। অপরজনের বয়স ৪৫ বছর, পরনে কালো প্যান্ট ও ধূসর রঙের শার্ট রয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এসআই সুব্রত দাস জানান, ধীরাশ্রম এলাকায় অজ্ঞাত ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে সাড়ে ১০টার দিকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, একই এলাকায় মঙ্গলবার রাত ১১ টার দিকে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ৪৫ বছর বয়সী অপর একজন মারা যান। তার লাশও ঢামেক মর্গে পাঠানো হয়ে।
COMMENTS