\দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে সেই কলসিন্দুর উচ্চমাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের নারী ফুটবলারদের গুরুত্বপূর্ণ কাগজ, সনদ ও মেডেল।
মঙ্গলবার ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার এ স্কুলের অফিস কক্ষে আগুনে ওইসব জিনিসপত্র পুড়ে যায়।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মদ মোল্লা এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।
কলসিন্দুর উচ্চমাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের কমপক্ষে ১০ জন মেয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের নিয়মিত খেলোয়ার। এর মধ্যে রয়েছেন মারিয়া মান্দা, মার্জিয়া ও সানজিদা।
এ পর্যন্ত মোট তিনবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবলে জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন হয়েছে কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা।
মঙ্গলবার ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার এ স্কুলের অফিস কক্ষে আগুনে ওইসব জিনিসপত্র পুড়ে যায়।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মদ মোল্লা এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।
কলসিন্দুর উচ্চমাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের কমপক্ষে ১০ জন মেয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের নিয়মিত খেলোয়ার। এর মধ্যে রয়েছেন মারিয়া মান্দা, মার্জিয়া ও সানজিদা।
এ পর্যন্ত মোট তিনবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবলে জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন হয়েছে কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা।
COMMENTS