কৃষক উৎপাদিত পণ্যে ধানের ন্যায্যমূল্যের দাবিতে গতকাল রবিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জাতীয়তাবাদী কৃষক দল গাজীপুর জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় ধানের উৎপাদন খরচের চাইতে ধানের বর্তমান বাজার মূল্য অনেক কম। এতে কৃষকের মাঝে হাহাকার বিরাজ করছে। উৎপাদন খরচের চাইতে তিনশত টাকা কমে ধান বিক্রি করতে হচ্ছে কৃষককে।
বিঘা প্রতি কৃষকের ক্ষতি হচ্ছে ৬ হাজার টাকা। সরকার প্রতিমন ধান এক হাজার ৪০ টাকা দরে ক্রয় করার কথা বললেও কৃষকের হাতে যাচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকা। নেতৃবৃন্দ মধ্যস্বত্ত ও সুবিধাভোগীদের কাছ থেকে ধান ক্রয় না করে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করার জন্য সরকারের প্রতিআহবান জানান।
জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য আ.ন.ম খলিলুর রহমানের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে আরো উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি হুমায়ূন কবীর, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আনোয়ার, কৃষকদল নেতা আব্দুস সামাদ, হারুন অর রশীদ, কৌশিক প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় ধানের উৎপাদন খরচের চাইতে ধানের বর্তমান বাজার মূল্য অনেক কম। এতে কৃষকের মাঝে হাহাকার বিরাজ করছে। উৎপাদন খরচের চাইতে তিনশত টাকা কমে ধান বিক্রি করতে হচ্ছে কৃষককে।
বিঘা প্রতি কৃষকের ক্ষতি হচ্ছে ৬ হাজার টাকা। সরকার প্রতিমন ধান এক হাজার ৪০ টাকা দরে ক্রয় করার কথা বললেও কৃষকের হাতে যাচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকা। নেতৃবৃন্দ মধ্যস্বত্ত ও সুবিধাভোগীদের কাছ থেকে ধান ক্রয় না করে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করার জন্য সরকারের প্রতিআহবান জানান।
জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য আ.ন.ম খলিলুর রহমানের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে আরো উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি হুমায়ূন কবীর, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আনোয়ার, কৃষকদল নেতা আব্দুস সামাদ, হারুন অর রশীদ, কৌশিক প্রমুখ।
COMMENTS