‘এই প্রজন্মের অনেক অভিনেত্রীকেই চিনি না। নতুনদের মধ্যে কারও অভিনয়ই আমার ভালো লাগে না।’ কথাগুলো বলছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী ইলোরা গহর। সম্প্রতি নিউজ জি’র একটি অনুষ্ঠানে এসে এমন কথা কথা বলেন তিনি।
নিজের পছন্দের অভিনেত্রী প্রসঙ্গে কথা বলতে গিয়ে ইলোরা গহর বলেন, ‘আমার সবচেয়ে প্রিয় অভিনেত্রী ডলি জহুর। একজন নায়িকা হিসেবে তাকেই ভাল লাগে। এছাড়া সুবর্ণা মুস্তাফা আর আমি তো প্রায় কাছাকাছি সময়ের শিল্পী। তো সুবর্ণা আপাকে আমার একদম এভারগ্রিন মনে হয়। মানে সুচিত্রা সেন যেরকম, সেরকম। সুচিত্রা সেন যেরকম নিজের ইমেজ ভাঙতে পারেননি, রোমান্টিক অভিনেত্রীই থেকে গেছেন, তেমনি সুবর্ণা মুস্তাফাও নিজেকে ভাঙতে পারেননি, সুবর্ণা মুস্তাফাই রয়ে গেছেন। তবে সুন্দর বলতে গেলে সুবর্ণা মুস্তাফা সেরা। আর কোনো নায়িকা কিন্তু উনার ধারে-কাছে আসতে পারেনি।’
নতুন প্রজন্মের অভিনেত্রীদের প্রসঙ্গে তিনি বলেন, ‘নতুনদের মধ্যে কারও অভিনয় আমার ভালো লাগে না। এছাড়া নতুনদের অনেককেই চিনিনা। তবে আয়নাবাজির নাবিলাকে আমার ভালো লাগে। হয়তোবা প্রচার একটু বেশি পাচ্ছে। কিন্তু প্রচার বেশি পাওয়ার সেই যোগ্যতা ওর আছে। আর মেহজাবিনের চেহারা খুব সুন্দর, কিন্তু একদমই অভিনয় জানে না।’
সাফা কবির ও সাবিলা নূর প্রসঙ্গে তিনি জানান, ‘সাফা? সাফা কে আমি চিনিনা। আর সাবিলা কোনো একভাবে আমার আত্মীয়। কিন্তু ওর শিল্পী হওয়ার কোন যোগ্যতা নেই। হুট করে এসে কি যেন হয়ে গিয়েছে তারা। কাজের জন্য যে ডেডিকেশনটা লাগবে এটা তাদের মধ্যে নেই। ওরা নিজেদেরকে ধরে রাখতে পারে না।’
নিজের পছন্দের অভিনেত্রী প্রসঙ্গে কথা বলতে গিয়ে ইলোরা গহর বলেন, ‘আমার সবচেয়ে প্রিয় অভিনেত্রী ডলি জহুর। একজন নায়িকা হিসেবে তাকেই ভাল লাগে। এছাড়া সুবর্ণা মুস্তাফা আর আমি তো প্রায় কাছাকাছি সময়ের শিল্পী। তো সুবর্ণা আপাকে আমার একদম এভারগ্রিন মনে হয়। মানে সুচিত্রা সেন যেরকম, সেরকম। সুচিত্রা সেন যেরকম নিজের ইমেজ ভাঙতে পারেননি, রোমান্টিক অভিনেত্রীই থেকে গেছেন, তেমনি সুবর্ণা মুস্তাফাও নিজেকে ভাঙতে পারেননি, সুবর্ণা মুস্তাফাই রয়ে গেছেন। তবে সুন্দর বলতে গেলে সুবর্ণা মুস্তাফা সেরা। আর কোনো নায়িকা কিন্তু উনার ধারে-কাছে আসতে পারেনি।’
নতুন প্রজন্মের অভিনেত্রীদের প্রসঙ্গে তিনি বলেন, ‘নতুনদের মধ্যে কারও অভিনয় আমার ভালো লাগে না। এছাড়া নতুনদের অনেককেই চিনিনা। তবে আয়নাবাজির নাবিলাকে আমার ভালো লাগে। হয়তোবা প্রচার একটু বেশি পাচ্ছে। কিন্তু প্রচার বেশি পাওয়ার সেই যোগ্যতা ওর আছে। আর মেহজাবিনের চেহারা খুব সুন্দর, কিন্তু একদমই অভিনয় জানে না।’
সাফা কবির ও সাবিলা নূর প্রসঙ্গে তিনি জানান, ‘সাফা? সাফা কে আমি চিনিনা। আর সাবিলা কোনো একভাবে আমার আত্মীয়। কিন্তু ওর শিল্পী হওয়ার কোন যোগ্যতা নেই। হুট করে এসে কি যেন হয়ে গিয়েছে তারা। কাজের জন্য যে ডেডিকেশনটা লাগবে এটা তাদের মধ্যে নেই। ওরা নিজেদেরকে ধরে রাখতে পারে না।’
COMMENTS