দেশের ক্রিকেটপ্রেমীদের সমালোচনার মুখে পড়ে আগেই টাইগার দলের জার্সি পরিবর্তনে ঘোষণা দিয়েছিলেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। অনুমোদন চেয়েছিলেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর কাছে। অবশেষে সেই জার্সি পরিবর্তনের অনুমোদন দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাটি।
বিষয়টি নিশ্চিত করেছেন খোদ বিসিবি বস পাপন। তিনি বলেছেন, বাংলাদেশের জার্সিতে লাল রং যুক্ত হচ্ছে। আর বিষয়টি অনুমোদন দিয়েছে আইসিসি।
এদিকে গতকাল সোমবার বাংলাদেশ দলের অফিসিয়াল জার্সি উন্মোচন করা হয়। জার্সির ছবি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচারিত হতেই ক্ষোভে ফেটে পড়ে ক্রিকেট ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে তুমুল সমালোচনা।
পরবর্তীতে সমালোচনার জার্সি পরিবর্তনের সিদ্ধান্ত নেয় বিসিবি। এরইমধ্যে একটি ডিজাইন দেখাও গেছে। ছবিতে দেখা যায় বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের মুঠোফোনে জার্সির নতুন ডিজাইনটি। যেখানে যুক্ত করা হয়েছে লাল রঙও।
বিষয়টি নিশ্চিত করেছেন খোদ বিসিবি বস পাপন। তিনি বলেছেন, বাংলাদেশের জার্সিতে লাল রং যুক্ত হচ্ছে। আর বিষয়টি অনুমোদন দিয়েছে আইসিসি।
এদিকে গতকাল সোমবার বাংলাদেশ দলের অফিসিয়াল জার্সি উন্মোচন করা হয়। জার্সির ছবি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচারিত হতেই ক্ষোভে ফেটে পড়ে ক্রিকেট ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে তুমুল সমালোচনা।
পরবর্তীতে সমালোচনার জার্সি পরিবর্তনের সিদ্ধান্ত নেয় বিসিবি। এরইমধ্যে একটি ডিজাইন দেখাও গেছে। ছবিতে দেখা যায় বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের মুঠোফোনে জার্সির নতুন ডিজাইনটি। যেখানে যুক্ত করা হয়েছে লাল রঙও।
COMMENTS