গাজীপুর সিটি কর্পোরেশনের মীরেরগাও এলাকায় ঢাকা-রাজশাহী রেলরুটে ট্রেনে কাঁটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ মঙ্গলবার সকাল ১০টার দিকে মৃত উদ্ধার করেছে মর্গে পাঠিয়েছে। নিহতের পরনে সোনালী চেক লুঙ্গি এবং খয়রি কাল হাফহাতা শার্ট রয়েছে। বয়স আনুমানিক ৫২ বছর।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুব্রত দাস জানান, সকালে গাজীপুর মহানগরীর মীরেরগাঁও এলাকায় রেললাইনের পাশে ওই ব্যক্তির মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার কোমর কাটা ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুব্রত দাস জানান, সকালে গাজীপুর মহানগরীর মীরেরগাঁও এলাকায় রেললাইনের পাশে ওই ব্যক্তির মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার কোমর কাটা ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে।
COMMENTS