দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে অনুষ্ঠিত হলো মুসলিম উম্মাহর প্রধান খুশির পবিএ ঈদ-উল-ফিতর। গাজীপুরের ঈদগাহ মাঠে ( রাজবাড়ী মাঠ) সকাল আটটায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত।
রাত থেকেই গুরি গুরি বৃষ্টি হওয়াতে মাঠের চারপাচে ড্রেন কেটে নালা তৈরি করা হয়। যাতে করে পানি ভিতরে প্রবেশ না করতে পারে। আগত মুসল্লীদের ছাতা জায়নামাজ ছারা অন্য কিছু নিয়ে ভিতরে যাওয়াতে ছিলো কড়া নিরাপত্তা। র্যাব, পুলিশ ও আইন-শৃংঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সকলকে চেক করিয়ে ভিতরে প্রবেশ করানো হয়। এবং শান্তিপূর্ণ ভাবে নামাজ আদায় করা হয়। এখানে নামাজ আদায় করেন, গাজীপুর ২ আসনে সাংসদ সদস্য জনাব জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর সিটি মেয়র জনাব আলহাজ্ব জাহাঙ্গীর আলম।
জেলা প্রশাসক ড. হুমায়ুন কবিরসহ আরো অন্যান্য নেতা কর্মি ও হাজার হাজার মুসল্লী।। নামজ শেষ দেশ ও জাতির কল্যান কামনায় মোনাজাত করা হয়।
COMMENTS