অনলাইন ডেস্ক: দ্বিতীয়বারের জন্যে যেদিন প্রধানমন্ত্রীর পদে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদি, সেদিনই স্বমূর্তিতে ফিরলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নৈহাটিতে দলের সত্যাগ্রহ আন্দোলনে যোগ দিয়ে রুদ্রমূর্তি ধারণ করেন মমতা। বৃহস্পতিবার বাঙালিকে নিজেদের জন্যে লড়ার কথা স্মরণ করিয়ে দিলেন তিনি। বারবার বললেন, বাংলার সংকটের দিন আজ। কিন্তু তার জন্যে যদি বিজেপি ভেবে থাকে তাকে রুখে দেওয়া যাবে, তাহলে ভুল। তিনি বাংলাকে রক্ষার জন্যে লড়ে যাবেন।
বিজেপির উদ্দেশে তিনি বলেন, “আমি বেঁচে থাকলে একটা সিটও পাবে না বিধানসভায় ওরা (বিজেপি)। আমাকে আঘাত করলে প্রত্যাঘ্যাত করি।”
এদিন শুরু থেকেই মমতা বিজেপির বিরুদ্ধে হিন্দু-মুসলিম, বাঙালি-অবাঙালির মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টার অভিযোগও করেছেন। বলেন, 'আমার হাতে যখন ক্ষমতা ছিল না নির্বাচনের সময় বিজেপির ফেট্টি আর টাকা নিয়ে কয়েকটা ক্রিমিনাল অশান্তি করেছে। বাংলার মেয়েদের টেনে নিয়ে যাচ্ছে। এ জিনিস কখনও হয়নি বাংলায়।'
সেইসঙ্গে হুঙ্কার দিয়ে বলেন, “মোদি, বিজেপির দয়ায় আমরা ক্ষমতায় আসিনি। এখনও শপথ নেননি, তার আগেই সারা ভারতজুড়ে অত্যাচার। কিন্তু বাংলাকে আমরা গুজরাট হতে দেব না।”
এদিনের বক্তব্যে বারবার তিনি বাংলার সম্প্রীতির পক্ষে কথা বলেছেন। তার কথায়, “বাঙালি হিন্দু আর হিন্দিভাষী হিন্দুর মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে। আমরা অবাঙালিদের কখনও আলাদা করে দেখি না। কিন্তু বাংলায় বাস করে ৪০০ বাঙালি পরিবার ঘরছাড়া, এ জিনিস কোনোদিন হয়নি বাংলায়। কিন্তু ওরা সেই চেষ্টাই চালাচ্ছে।”
বলাবাহুল্য এদিন নাম না করে বারাবর মুকুল রায়, অর্জুন সিংদের টার্গেট করেছেন মমতা। বাংলা সিনেমার ডায়লগ অনুকরণে বলেছেন, “আমাদের দুর্বল ভাবার কারণ নেই। কারণ, মারলে এখানে, বিচার হবে অন্যখানে।”
সেইসঙ্গে ভিন রাজ্যের সংস্কৃতি বাংলায় আমদানি করার অভিযোগও তুলেছেন তিনি। বলেছেন, “আমরা জয় বাংলা বলব, জয় হিন্দ বলব হাজার বার। আপনারাও বলুন।” - সংবাদসংস্থা
বিজেপির উদ্দেশে তিনি বলেন, “আমি বেঁচে থাকলে একটা সিটও পাবে না বিধানসভায় ওরা (বিজেপি)। আমাকে আঘাত করলে প্রত্যাঘ্যাত করি।”
এদিন শুরু থেকেই মমতা বিজেপির বিরুদ্ধে হিন্দু-মুসলিম, বাঙালি-অবাঙালির মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টার অভিযোগও করেছেন। বলেন, 'আমার হাতে যখন ক্ষমতা ছিল না নির্বাচনের সময় বিজেপির ফেট্টি আর টাকা নিয়ে কয়েকটা ক্রিমিনাল অশান্তি করেছে। বাংলার মেয়েদের টেনে নিয়ে যাচ্ছে। এ জিনিস কখনও হয়নি বাংলায়।'
সেইসঙ্গে হুঙ্কার দিয়ে বলেন, “মোদি, বিজেপির দয়ায় আমরা ক্ষমতায় আসিনি। এখনও শপথ নেননি, তার আগেই সারা ভারতজুড়ে অত্যাচার। কিন্তু বাংলাকে আমরা গুজরাট হতে দেব না।”
এদিনের বক্তব্যে বারবার তিনি বাংলার সম্প্রীতির পক্ষে কথা বলেছেন। তার কথায়, “বাঙালি হিন্দু আর হিন্দিভাষী হিন্দুর মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে। আমরা অবাঙালিদের কখনও আলাদা করে দেখি না। কিন্তু বাংলায় বাস করে ৪০০ বাঙালি পরিবার ঘরছাড়া, এ জিনিস কোনোদিন হয়নি বাংলায়। কিন্তু ওরা সেই চেষ্টাই চালাচ্ছে।”
বলাবাহুল্য এদিন নাম না করে বারাবর মুকুল রায়, অর্জুন সিংদের টার্গেট করেছেন মমতা। বাংলা সিনেমার ডায়লগ অনুকরণে বলেছেন, “আমাদের দুর্বল ভাবার কারণ নেই। কারণ, মারলে এখানে, বিচার হবে অন্যখানে।”
সেইসঙ্গে ভিন রাজ্যের সংস্কৃতি বাংলায় আমদানি করার অভিযোগও তুলেছেন তিনি। বলেছেন, “আমরা জয় বাংলা বলব, জয় হিন্দ বলব হাজার বার। আপনারাও বলুন।” - সংবাদসংস্থা
COMMENTS