নির্বাচনে ভরাডুবির পর নিজেদের সামলে ওঠার চেষ্টা করছে ভারতের প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেস। সেই চেষ্টার অংশ হিসেবে ইউপিএ জোট নেত্রী সোনিয়া গান্ধীকে কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন নির্বাচিত করেছেন দলটির সিনিয়র নেতারা।
শনিবার সংসদীয় কমিটির বৈঠকে কংগ্রেস সরকারের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং সংসদীয় দলের চেয়ার হিসেবে সোনিয়ার নাম প্রস্তাব করেন। এতে সম্মতি জানান দলের সংসদ সদস্যরা।এর মাধ্যমে সংসদে কংগ্রেসের দলনেতা নির্বাচনের ভার সোনিয়ার ওপরই বর্তালো।
গত ৫ বছরে সংসদে কংগ্রেসের নেতৃত্ব দিয়েছিলেন কর্নাটকের নেতা মল্লিকার্জুন খাড়গে। তবে এবারের নির্বাচনে তিনিও পরাজিত হন। তাই নতুন করে সংসদ নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে হচ্ছে কংগ্রেসকে।
শনিবার সংসদীয় কমিটির বৈঠকে কংগ্রেস সরকারের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং সংসদীয় দলের চেয়ার হিসেবে সোনিয়ার নাম প্রস্তাব করেন। এতে সম্মতি জানান দলের সংসদ সদস্যরা।এর মাধ্যমে সংসদে কংগ্রেসের দলনেতা নির্বাচনের ভার সোনিয়ার ওপরই বর্তালো।
গত ৫ বছরে সংসদে কংগ্রেসের নেতৃত্ব দিয়েছিলেন কর্নাটকের নেতা মল্লিকার্জুন খাড়গে। তবে এবারের নির্বাচনে তিনিও পরাজিত হন। তাই নতুন করে সংসদ নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে হচ্ছে কংগ্রেসকে।
COMMENTS