ডেস্ক রিপোর্ট: গাজীপুরে গত তিনদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিত্সা নিয়েছেন আরো ১০ জন। তাদের মধ্যে পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিত্সা দেওয়া হচ্ছে। এ নিয়ে গতকাল রবিবার পর্যন্ত গত ২১ দিনে শুধু গাজীপুর মহানগরী এলাকা থেকে ৩০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা নিয়েছেন। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। এলাকায় ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জ্বর হলেই রোগীরা ছুটছেন হাসপাতাল ও চিকিত্সকের কাছে।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. প্রণয় ভূষণ দাস জানিয়েছেন, গত তিন দিনে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছেন আরো ১০ জন। তাদের মধ্যে ৫ নারীকে ভর্তি করা হয়েছে ও বাকিদের চিকিত্সা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। এর আগে ২২ জন আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছিলেন। চার জনকে ভর্তি করা হয়েছিল। অনেকে রাজধানী ঢাকার হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন বলেও শুনেছেন তিনি। তাই আক্রান্তের সঠিক হিসাব তাদের কাছে নেই। তবে প্রতিদিনই ডেঙ্গু জ্বরে আক্রান্ত নতুন নতুন রোগী হাসপাতালে আসছেন।
ডেঙ্গু রোগী ও স্থানীয় লোকজনের সূত্রে জানা গেছে, গাজীপুর নগরীর জয়দেবপুর শহর, ছোট দেওড়া, ইটাহাটা, কাশিমপুর, কোনাবাড়ি, পূবাইল ও টঙ্গী এলাকায় ডেঙ্গু জ্বর বেশি ছড়িয়েছে। ডেঙ্গু রোগী বোর্ডবাজারের মধ্য খাইলকুর এলাকার বাসিন্দা মো. এরশাদ (২২) জানান, বৃহস্পতিবার চিকিত্সকের কাছে গেলে তিনি পরীক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু জ্বর হয়েছে বলে জানান। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন। জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকার ফার্নিচার ব্যবসায়ী রুবেল হোসেন (৩০) জানান, তিনিও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আমীর হোসাইন জানান, ডেঙ্গু জ্বরের ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ সতর্ক রয়েছে। রোগীদের চিকিত্সার পাশাপাশি বাড়িতে যাতে মশার বিস্তার না হয় সে ব্যাপারে আমরা সকলকে সতর্ক করছি।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. প্রণয় ভূষণ দাস জানিয়েছেন, গত তিন দিনে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছেন আরো ১০ জন। তাদের মধ্যে ৫ নারীকে ভর্তি করা হয়েছে ও বাকিদের চিকিত্সা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। এর আগে ২২ জন আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছিলেন। চার জনকে ভর্তি করা হয়েছিল। অনেকে রাজধানী ঢাকার হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন বলেও শুনেছেন তিনি। তাই আক্রান্তের সঠিক হিসাব তাদের কাছে নেই। তবে প্রতিদিনই ডেঙ্গু জ্বরে আক্রান্ত নতুন নতুন রোগী হাসপাতালে আসছেন।
ডেঙ্গু রোগী ও স্থানীয় লোকজনের সূত্রে জানা গেছে, গাজীপুর নগরীর জয়দেবপুর শহর, ছোট দেওড়া, ইটাহাটা, কাশিমপুর, কোনাবাড়ি, পূবাইল ও টঙ্গী এলাকায় ডেঙ্গু জ্বর বেশি ছড়িয়েছে। ডেঙ্গু রোগী বোর্ডবাজারের মধ্য খাইলকুর এলাকার বাসিন্দা মো. এরশাদ (২২) জানান, বৃহস্পতিবার চিকিত্সকের কাছে গেলে তিনি পরীক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু জ্বর হয়েছে বলে জানান। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন। জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকার ফার্নিচার ব্যবসায়ী রুবেল হোসেন (৩০) জানান, তিনিও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আমীর হোসাইন জানান, ডেঙ্গু জ্বরের ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ সতর্ক রয়েছে। রোগীদের চিকিত্সার পাশাপাশি বাড়িতে যাতে মশার বিস্তার না হয় সে ব্যাপারে আমরা সকলকে সতর্ক করছি।
COMMENTS