শিশু সায়মাকে ধর্ষণের পর হত্যার কথা অকপটেই স্বীকার করেছে গ্রেপ্তারকৃত যুবক হারুন। আজ রোববার দুপুরে এ তথ্য জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
একটি সূত্র জানায়, গ্রেপ্তারের পর হারুনকে ভীত মনে হলেও তার মধ্যে কোনো অনুতাপবোধ দেখা যায়নি। জিজ্ঞাসাবাদের সময় সে অকপটেই সব স্বীকার করে নেয়। কোনো জড়তা ছাড়াই সে ধারাবাহিকভাবে পুরো ঘটনার বর্ণনা দেয়।
উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় সাত বছরের শিশু সায়মা। অনেক খোঁজা-খুঁজির পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের ভবনের নয়তলার ফাঁকা ফ্ল্যাটে গলায় রশি দিয়ে বাঁধা ও মুখে রক্তাক্ত অবস্থায় সায়মার মৃতদেহ পাওয়া যায়। এ ঘটনার পর ভবনের আশপাশের ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদের করে পুলিশ জানতে পারে হারুনই সায়মার ঘাতক।
একটি সূত্র জানায়, গ্রেপ্তারের পর হারুনকে ভীত মনে হলেও তার মধ্যে কোনো অনুতাপবোধ দেখা যায়নি। জিজ্ঞাসাবাদের সময় সে অকপটেই সব স্বীকার করে নেয়। কোনো জড়তা ছাড়াই সে ধারাবাহিকভাবে পুরো ঘটনার বর্ণনা দেয়।
উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় সাত বছরের শিশু সায়মা। অনেক খোঁজা-খুঁজির পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের ভবনের নয়তলার ফাঁকা ফ্ল্যাটে গলায় রশি দিয়ে বাঁধা ও মুখে রক্তাক্ত অবস্থায় সায়মার মৃতদেহ পাওয়া যায়। এ ঘটনার পর ভবনের আশপাশের ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদের করে পুলিশ জানতে পারে হারুনই সায়মার ঘাতক।
COMMENTS