খুব বেশি অপেক্ষা নয়। ইনডোর হকিতে পা রাখার পর নিজেদের তৃতীয় ম্যাচেই জয়ের দেখা পেল বাংলাদেশ। ইনডোর এশিয়া কাপ হকিতে ফিলিপাইনকে ভাসাল গোল বন্যায়।
বুধবার থাইল্যান্ডের চোনবুরিতে ‘এ’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে ৯-০ গোলে জয় তুলে নেয় রাসেল মাহমুদ জিমি, ফরহাদ আহমেদ শিতুলরা। ইনডোর হকিতে প্রথম জয় বলে নিশ্চিত ভাবেই যা ইতিহাস হয়ে থাকবে। এই আসরে অংশ নেওয়ার আগে ইনডোর হকির সঙ্গে পরিচয় ছিল না লাল-সবুজের দেশের।
এদিন প্রথমার্ধেই ৬-০ গোলের লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আসে আরো তিন গোল। ডাবল হ্যাটট্রিক করেন মইনুল ইসলাম কৌশিক। দুটি গোল করেন রাসেল মাহমুদ জিমি। অপর গোলটি আসে আশরাফুল ইসলামের স্টিক থেকে।
এই জয়ে পঞ্চম কিংবা সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ খেলার সম্ভাবনা টিকিয়ে রাখল বাংলাদেশ। বৃহস্পতিবার গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের মুখোমুখি হবে জিমিরা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি।
নিজেদের প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ৬-০ ও ইরানের বিপক্ষে ৮-০ গোলে হার মানে জিমি-শিতুলরা।
বুধবার থাইল্যান্ডের চোনবুরিতে ‘এ’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে ৯-০ গোলে জয় তুলে নেয় রাসেল মাহমুদ জিমি, ফরহাদ আহমেদ শিতুলরা। ইনডোর হকিতে প্রথম জয় বলে নিশ্চিত ভাবেই যা ইতিহাস হয়ে থাকবে। এই আসরে অংশ নেওয়ার আগে ইনডোর হকির সঙ্গে পরিচয় ছিল না লাল-সবুজের দেশের।
এদিন প্রথমার্ধেই ৬-০ গোলের লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আসে আরো তিন গোল। ডাবল হ্যাটট্রিক করেন মইনুল ইসলাম কৌশিক। দুটি গোল করেন রাসেল মাহমুদ জিমি। অপর গোলটি আসে আশরাফুল ইসলামের স্টিক থেকে।
এই জয়ে পঞ্চম কিংবা সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ খেলার সম্ভাবনা টিকিয়ে রাখল বাংলাদেশ। বৃহস্পতিবার গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের মুখোমুখি হবে জিমিরা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি।
নিজেদের প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ৬-০ ও ইরানের বিপক্ষে ৮-০ গোলে হার মানে জিমি-শিতুলরা।
COMMENTS