গাজীপুর অনলাইন: গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. তরিকুল ইসলামের নির্দেশনায় জয়দেবপুর বাজার, গাজীপুরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় "ওজন ও পরিমাপ মানদন্ড অাইন- ২০১৮" এর বিভিন্ন ধারা ভঙ্গের জন্য মানিক বস্ত্রালয়কে ১৫,০০০ টাকা, ঢাকা স্টাইল টেইলার্স এন্ড ফেব্রিকসকে ৫০০০ টাকা, দুলাল সুইটমিট এন্ড কনফেকশনারিকে ২০,০০০ টাকা, রসের মিষ্টিকে ৩৫০০০ টাকা, মের্সাস রাফি এন্টারপ্রাইজকে ১০০০০ টাকা এবং "পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার অাইন- ২০১০" এর বিভিন্ন ধারা ভঙ্গ করায় প্রান্ত এন্ড ব্রাদার্সকে ৫০০০, পঙ্কজ ট্রেডার্সকে ৫০০০ টাকা এবং দুলাল ট্রেডার্সকে ৩০০০টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় বিএসটিআই ইন্সপেক্টর, পাট অধিদপ্তরের ইন্সপেক্টর এবং অানসার বাহিনী সহায়তা করেন।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান।
এসময় "ওজন ও পরিমাপ মানদন্ড অাইন- ২০১৮" এর বিভিন্ন ধারা ভঙ্গের জন্য মানিক বস্ত্রালয়কে ১৫,০০০ টাকা, ঢাকা স্টাইল টেইলার্স এন্ড ফেব্রিকসকে ৫০০০ টাকা, দুলাল সুইটমিট এন্ড কনফেকশনারিকে ২০,০০০ টাকা, রসের মিষ্টিকে ৩৫০০০ টাকা, মের্সাস রাফি এন্টারপ্রাইজকে ১০০০০ টাকা এবং "পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার অাইন- ২০১০" এর বিভিন্ন ধারা ভঙ্গ করায় প্রান্ত এন্ড ব্রাদার্সকে ৫০০০, পঙ্কজ ট্রেডার্সকে ৫০০০ টাকা এবং দুলাল ট্রেডার্সকে ৩০০০টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় বিএসটিআই ইন্সপেক্টর, পাট অধিদপ্তরের ইন্সপেক্টর এবং অানসার বাহিনী সহায়তা করেন।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান।
COMMENTS