বাংলাদেশের বিভিন্ন জেলার মতো গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় লাইফওয়ে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড নামে একটি প্রতারকচক্রের তৎপরতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তারা নানা কায়দায় মানুষজনকে বেকায়দায় ফেলে প্রতারণা করে।
র্যাবের অভিযানে ওই প্রতারক চক্রের ১৮ জন গ্রেপ্তার হয়েছে বুধবার (১০ জুলাই)। প্রতারকদের জিম্মিদশা থেকে ১৭০ জনকে উদ্ধার করা হয়েছে। র্যাব পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার লেফট্যানেন্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে। পরে তাদের নামে বাসন থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মোঃ জহির আহম্মেদ (২৪), পিতা আঃ মালেক, গ্রাম হাজারীচক, থানা জকিগঞ্জ, জেলা সিলেট, মোঃ জুয়েল রানা (২৫), পিতা মোঃ ফজর আলী, গ্রাম জনিকালসা, থানা শিবালয়, জেলামানিকগঞ্জ, মোঃ নুর উদ্দিন (২১), পিতা সাফি উদ্দিন, গ্রাম ডুলনা, থানা চুনারুঘাট, জেলা হবিগঞ্জ, মোঃ অসীম (৩০), পিতা আলী হোসেন, গ্রাম জনিকালসা, থানা শিবালয়, জেলা মানিকগঞ্জ, মোঃ জাহিদুল ইসলাম (২৩), পিতা মোঃ মোস্তফা কামাল, গ্রাম পূর্ব বিরবীরি, থানা হাতিয়া, জেলা নোয়াখালী, মোঃ রাকিবুল ইসলাম রিপন (২২), পিতা আজিজুল ইসলাম, গ্রাম হলদী বাড়ী, থানা কাউনিয়া, জেলা রংপুর, মোঃ আসাদ মিয়া (২৪), পিতা মমতাজ আলী, গ্রাম আতল, থানা কোতয়ালী, জেলা রংপুর, মোঃ আজিজুল হক (২৪), পিতা মোঃ সামসুল হক, গ্রাম উ”াকিলা, থানা ঈশ্বরগঞ্জ, জেলা ময়মনসিংহ, মোঃ রাশেদুল ইসলাম (২৪), পিতা রফিকুল ইসলাম, গ্রাম চৈত্রকোল, থানা পীরগাছা, জেলা রংপুর, মোঃ মনিরুজ্জামান (২২), পিতা মোঃ মাহাবুল হক, গ্রাম শিবপুর, থানা বদরগঞ্জ, জেলা রংপুর, সজীব দেব (২৩), পিতা মানিক লাল দেব, গ্রাম হাতিতিল্লা, থানা বিরানী বাজার, জেলা সিলেট, মোঃ সোহান শেখ (২০), পিতা মোঃ রিয়াজুল ইসলাম, গ্রাম আড়পাড়া, মধুখালী, জেলা ফরিদপুর, মোঃ আব্দুল সামাদ (২৩), পিতা আঃ কালাম, গ্রাম চাতলগাও, থানা কুলাউড়া, জেলা মৌলভী বাজার, ওসমানী আহম্মেদ ফুরকান (২১), পিতা জগলু আহম্মেদ, সাং মাছুরা, থানা বিরানী বাজার, জেলাসিলেট, মিরাজ হোসেন (২৩), পিতা মোসলেম আলী, গ্রাম আন্দইলপোতা, থানা কোতয়ালী, জেলা যশোর, মোঃ আমিনুল ইসলাম(৩৫), পিতা রেজাউল ইসলাম, গ্রাম দীঘিরপাড়, থানা বোয়ালমারী, জেলা ফরিদপুর, আয়ুব আলী (২৩), পিতা আঃ রহিম, গ্রাম পৌর সপ্তম খিলা, থানা ঝিনাইগাতী, জেলা শেরপুর, হেলাল উদ্দিন (৩২), পিতা মৃত লাল মিয়া, সাং কুমুন, থানা সদর, জিএমপি, গাজীপুর।
প্রতারক দলের সদস্যরা নিরীহ মানুষদেরকে দেশের বিভিন্ন অঞ্চলের বেকার যুবকদের চাকুরী দেওয়ার নামে অভিনব কায়দায় তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে জন জীবন অতিষ্ঠ করেছে। র্যাব আসামিদের গ্রেপ্তারের জন্য আগে থেকেই চেষ্টা চালাচ্ছিল। র্যাব আগেও লাইফওয়ের প্রতারকদের গ্রেপ্তার করেছে।
আসামীদের দখল হতে ১৭ হাজার ৪৯১ টাকা, তিনটি রেজিস্টার খাতা, লাইফওয়ের অঙ্গিকারনামা ও শর্ত লেখাসহ ৭০টি ভর্তি ফরম, ১৫০টি প্রশিক্ষণ বই, ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়।
গাজীপুর আদালত সূত্রে জানা গেছে আসামিদের বিকালে চালান দেওয়ার পর আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে।
র্যাবের অভিযানে ওই প্রতারক চক্রের ১৮ জন গ্রেপ্তার হয়েছে বুধবার (১০ জুলাই)। প্রতারকদের জিম্মিদশা থেকে ১৭০ জনকে উদ্ধার করা হয়েছে। র্যাব পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার লেফট্যানেন্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে। পরে তাদের নামে বাসন থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মোঃ জহির আহম্মেদ (২৪), পিতা আঃ মালেক, গ্রাম হাজারীচক, থানা জকিগঞ্জ, জেলা সিলেট, মোঃ জুয়েল রানা (২৫), পিতা মোঃ ফজর আলী, গ্রাম জনিকালসা, থানা শিবালয়, জেলামানিকগঞ্জ, মোঃ নুর উদ্দিন (২১), পিতা সাফি উদ্দিন, গ্রাম ডুলনা, থানা চুনারুঘাট, জেলা হবিগঞ্জ, মোঃ অসীম (৩০), পিতা আলী হোসেন, গ্রাম জনিকালসা, থানা শিবালয়, জেলা মানিকগঞ্জ, মোঃ জাহিদুল ইসলাম (২৩), পিতা মোঃ মোস্তফা কামাল, গ্রাম পূর্ব বিরবীরি, থানা হাতিয়া, জেলা নোয়াখালী, মোঃ রাকিবুল ইসলাম রিপন (২২), পিতা আজিজুল ইসলাম, গ্রাম হলদী বাড়ী, থানা কাউনিয়া, জেলা রংপুর, মোঃ আসাদ মিয়া (২৪), পিতা মমতাজ আলী, গ্রাম আতল, থানা কোতয়ালী, জেলা রংপুর, মোঃ আজিজুল হক (২৪), পিতা মোঃ সামসুল হক, গ্রাম উ”াকিলা, থানা ঈশ্বরগঞ্জ, জেলা ময়মনসিংহ, মোঃ রাশেদুল ইসলাম (২৪), পিতা রফিকুল ইসলাম, গ্রাম চৈত্রকোল, থানা পীরগাছা, জেলা রংপুর, মোঃ মনিরুজ্জামান (২২), পিতা মোঃ মাহাবুল হক, গ্রাম শিবপুর, থানা বদরগঞ্জ, জেলা রংপুর, সজীব দেব (২৩), পিতা মানিক লাল দেব, গ্রাম হাতিতিল্লা, থানা বিরানী বাজার, জেলা সিলেট, মোঃ সোহান শেখ (২০), পিতা মোঃ রিয়াজুল ইসলাম, গ্রাম আড়পাড়া, মধুখালী, জেলা ফরিদপুর, মোঃ আব্দুল সামাদ (২৩), পিতা আঃ কালাম, গ্রাম চাতলগাও, থানা কুলাউড়া, জেলা মৌলভী বাজার, ওসমানী আহম্মেদ ফুরকান (২১), পিতা জগলু আহম্মেদ, সাং মাছুরা, থানা বিরানী বাজার, জেলাসিলেট, মিরাজ হোসেন (২৩), পিতা মোসলেম আলী, গ্রাম আন্দইলপোতা, থানা কোতয়ালী, জেলা যশোর, মোঃ আমিনুল ইসলাম(৩৫), পিতা রেজাউল ইসলাম, গ্রাম দীঘিরপাড়, থানা বোয়ালমারী, জেলা ফরিদপুর, আয়ুব আলী (২৩), পিতা আঃ রহিম, গ্রাম পৌর সপ্তম খিলা, থানা ঝিনাইগাতী, জেলা শেরপুর, হেলাল উদ্দিন (৩২), পিতা মৃত লাল মিয়া, সাং কুমুন, থানা সদর, জিএমপি, গাজীপুর।
প্রতারক দলের সদস্যরা নিরীহ মানুষদেরকে দেশের বিভিন্ন অঞ্চলের বেকার যুবকদের চাকুরী দেওয়ার নামে অভিনব কায়দায় তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে জন জীবন অতিষ্ঠ করেছে। র্যাব আসামিদের গ্রেপ্তারের জন্য আগে থেকেই চেষ্টা চালাচ্ছিল। র্যাব আগেও লাইফওয়ের প্রতারকদের গ্রেপ্তার করেছে।
আসামীদের দখল হতে ১৭ হাজার ৪৯১ টাকা, তিনটি রেজিস্টার খাতা, লাইফওয়ের অঙ্গিকারনামা ও শর্ত লেখাসহ ৭০টি ভর্তি ফরম, ১৫০টি প্রশিক্ষণ বই, ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়।
গাজীপুর আদালত সূত্রে জানা গেছে আসামিদের বিকালে চালান দেওয়ার পর আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে।
COMMENTS