গত ৭ জুলাই গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর বাসষ্ট্যান্ড এলাকার শিলাবৃষ্টি মার্কেটের মা মদিনা ফুড গার্ডেন নামে একটি দোকানের পঁচা ও বাসি জন্মদিনের কেক খেয়ে শিশু ও নারীসহ কমপক্ষে ১২ জন অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে গুরুতর অসুস্থ অবস্থায় মনির হোসেন ও হাসনা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে রোববার (১৪ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহম্মেদ উপজেলার হিজলহাটি এলাকায় মা-বাবার দোয়া কেক ঘর নামে কেক তৈরির কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে কেক তৈরির অভিযোগে ওই বেকারি কারখানাটি সিলগালা এবং বেকারি মালামাল জব্দ করেন। এছাড়া পাশের আল্লাহ তালার দান হোটেল এন্ড চা স্টলের মালিক জুয়েল শেখকে ২০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোট।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহম্মেদ যোগফলকে বলেন, মা মদিনা ফুড গার্ডেন নামে একটি দোকানের কেক খেয়ে ১২ জন অসুস্থ হয়ে পড়লে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দেওয়া হয়। পরে তার নিদের্শে কেক তৈরির কারখানায় অভিযান চালিয়ে ওই বেকারি কারখানাকে সিলগালা ও বেকারি মালামাল জব্দ করা হয়। এছাড়া পাশের খাবার হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে রোববার (১৪ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহম্মেদ উপজেলার হিজলহাটি এলাকায় মা-বাবার দোয়া কেক ঘর নামে কেক তৈরির কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে কেক তৈরির অভিযোগে ওই বেকারি কারখানাটি সিলগালা এবং বেকারি মালামাল জব্দ করেন। এছাড়া পাশের আল্লাহ তালার দান হোটেল এন্ড চা স্টলের মালিক জুয়েল শেখকে ২০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোট।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহম্মেদ যোগফলকে বলেন, মা মদিনা ফুড গার্ডেন নামে একটি দোকানের কেক খেয়ে ১২ জন অসুস্থ হয়ে পড়লে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দেওয়া হয়। পরে তার নিদের্শে কেক তৈরির কারখানায় অভিযান চালিয়ে ওই বেকারি কারখানাকে সিলগালা ও বেকারি মালামাল জব্দ করা হয়। এছাড়া পাশের খাবার হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
COMMENTS