র্যাবের এডিজি ও সেনাবাহিনীর কর্ণেল পরিচয়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র প্রতারণা করার উদ্দেশ্যে অবস্থান করছে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব ১।
সংস্থার পোড়াবাড়ী ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ১১টা ৫০ মিনিটে সদর থানার জোলারপাড় এলাকা থেকে ওই প্রতারককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন চাপাইনবাবগঞ্জ জেলার চান্দলাই গ্রামের মৃত জিল্লার রহমানের সন্তান মোঃ সায়েদুজ্জামান (৫৭)। সে কর্ণেল পদবীধারী বলে দাবি করতো। তার নিকট থেকে সেনাবাহিনী ও র্যাবের নকল আইডি কার্ড জব্দ করা হয়েছে। প্রকৃতপক্ষে সে কোনো বাহিনীর সদস্য নয়।
সে দীর্ঘদিন যাবত বাংলাদেশ সেনাবাহিনীর কর্ণেল ও র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) হিসেবে নিজেকে পরিচয় দিয়ে বাংলাদেশ সেনা, নৌ, বিমান, পুলিশ, বিজিবিসহ দেশের বিভিন্ন সরকারী অফিসে চাকুরী দেওয়ার নামে সাধারণ মানুষের বেকারত্বের সুযোগ নিয়ে তাদের কাছ থেকে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তার নামে মামলা দায়ের হয়েছে।
সংস্থার পোড়াবাড়ী ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ১১টা ৫০ মিনিটে সদর থানার জোলারপাড় এলাকা থেকে ওই প্রতারককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন চাপাইনবাবগঞ্জ জেলার চান্দলাই গ্রামের মৃত জিল্লার রহমানের সন্তান মোঃ সায়েদুজ্জামান (৫৭)। সে কর্ণেল পদবীধারী বলে দাবি করতো। তার নিকট থেকে সেনাবাহিনী ও র্যাবের নকল আইডি কার্ড জব্দ করা হয়েছে। প্রকৃতপক্ষে সে কোনো বাহিনীর সদস্য নয়।
সে দীর্ঘদিন যাবত বাংলাদেশ সেনাবাহিনীর কর্ণেল ও র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) হিসেবে নিজেকে পরিচয় দিয়ে বাংলাদেশ সেনা, নৌ, বিমান, পুলিশ, বিজিবিসহ দেশের বিভিন্ন সরকারী অফিসে চাকুরী দেওয়ার নামে সাধারণ মানুষের বেকারত্বের সুযোগ নিয়ে তাদের কাছ থেকে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তার নামে মামলা দায়ের হয়েছে।
COMMENTS