যখন এক-দুই সিনেমায় অভিনয় করলেই ‘তারকা’ তকমা জুটছে নামের সামনের। সেখানে ছোট্ট তালিকা প্রকাশ করে হইচই তুললেন সালমান খান।
ভাইজান সম্প্রতি জানান, বলিউডে মাত্র পাঁচজন তারকা রয়েছেন। এই তালিকায় আছেন শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমার ও অজয় দেবগণ। পঞ্চম তারকা হিসেবে নিজের নাম রাখলেন সালমান।
ফিল্মফেয়ার ম্যাগাজিনের সঙ্গে এক কথোপকথনে এই মন্তব্য করেন ‘টাইগার জিন্দা হ্যায়’ অভিনেতা।
সালমান বলেন, “স্টারডম ধীরে ধীরে মিলিয়ে যায়। দীর্ঘ দিন ধরে এটি ধরে রাখা সত্যিই খুব দুষ্কর। আমার মনে হয় শাহরুখ, আমির, আক্কি (অক্ষয়), অজয়... আমরা পাঁচজনই এটা দীর্ঘ দিন ধরে রাখতে পেরেছি। আমরা চেষ্টা করছি আরও কয়েক বছর এটা ধরে রাখার।”
সালমান আপাতত ব্যস্ত রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর ১৩তম সিজন নিয়ে। এর আগে শুটিং করছিলেন ‘দাবাং থ্রি’র। প্রভুদেবার পরিচালনায় এই ছবিতে আরও অভিনয় করছেন সোনাক্ষী সিনহা, ডিম্পল কাপাডিয়া, আরবাজ খান ও সুদীপ। সিনেমাটি মুক্তি পাবে সামনের বড়দিনে।
শিগগিরই সঞ্জয় লীলা বনশালীর ‘ইনশাল্লাহ’ ছবিতে কাজ করবেন সালমান। এতে বিপরীতে আছেন আলিয়া ভাট।
সালমানের সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা আলী আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’। তার নায়িকা ছিলেন ক্যাটরিনা কাইফ।
ভাইজান সম্প্রতি জানান, বলিউডে মাত্র পাঁচজন তারকা রয়েছেন। এই তালিকায় আছেন শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমার ও অজয় দেবগণ। পঞ্চম তারকা হিসেবে নিজের নাম রাখলেন সালমান।
ফিল্মফেয়ার ম্যাগাজিনের সঙ্গে এক কথোপকথনে এই মন্তব্য করেন ‘টাইগার জিন্দা হ্যায়’ অভিনেতা।
সালমান বলেন, “স্টারডম ধীরে ধীরে মিলিয়ে যায়। দীর্ঘ দিন ধরে এটি ধরে রাখা সত্যিই খুব দুষ্কর। আমার মনে হয় শাহরুখ, আমির, আক্কি (অক্ষয়), অজয়... আমরা পাঁচজনই এটা দীর্ঘ দিন ধরে রাখতে পেরেছি। আমরা চেষ্টা করছি আরও কয়েক বছর এটা ধরে রাখার।”
সালমান আপাতত ব্যস্ত রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর ১৩তম সিজন নিয়ে। এর আগে শুটিং করছিলেন ‘দাবাং থ্রি’র। প্রভুদেবার পরিচালনায় এই ছবিতে আরও অভিনয় করছেন সোনাক্ষী সিনহা, ডিম্পল কাপাডিয়া, আরবাজ খান ও সুদীপ। সিনেমাটি মুক্তি পাবে সামনের বড়দিনে।
শিগগিরই সঞ্জয় লীলা বনশালীর ‘ইনশাল্লাহ’ ছবিতে কাজ করবেন সালমান। এতে বিপরীতে আছেন আলিয়া ভাট।
সালমানের সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা আলী আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’। তার নায়িকা ছিলেন ক্যাটরিনা কাইফ।
COMMENTS