গাজীপুরের জয়দেবপুর থানার হালডোবা এলাকা থেকে ১ হাজার ৪’শত ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে হোতাপাড়া ফাঁড়ি পুলিশ। আজ সোমবার (৮ জুলাই) ভোরে চেকপোস্ট করার সময় তাদেরকে আটক করা হয়।
আটক মাদক কারবারি রিপন ও রাশেদুল কুড়িগ্রাম জেলার রৌমারি এলাকার আজিবুরের ছেলে। অপর কারবারি আনিফুল একই এলাকার ফজল হকের ছেলে।
হোতাপাড়া ফাঁড়ি’র এ.এস.আই শাহ আলম জানান, ভোরে রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে সিএনজি যোগে তিন যাত্রী ঢাকা-কাপাসিয়া সড়কের হালডোবা এলাকায় আসলে আইসি মোজাহিদ স্যারের নেতৃত্ব তাদের হেফাজত থেকে ইয়াবা আটক করা হয়।
হোতাপাড়া পুলিশ ফাঁড়ি’র ইনচার্জ পরিদর্শক মোজাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হালডোবা এলাকায় চেকপোস্ট বসিয়ে ৩ মাদক কারবারির কাছ থেকে ১ হাজার ৪’শত পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
আটক মাদক কারবারি রিপন ও রাশেদুল কুড়িগ্রাম জেলার রৌমারি এলাকার আজিবুরের ছেলে। অপর কারবারি আনিফুল একই এলাকার ফজল হকের ছেলে।
হোতাপাড়া ফাঁড়ি’র এ.এস.আই শাহ আলম জানান, ভোরে রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে সিএনজি যোগে তিন যাত্রী ঢাকা-কাপাসিয়া সড়কের হালডোবা এলাকায় আসলে আইসি মোজাহিদ স্যারের নেতৃত্ব তাদের হেফাজত থেকে ইয়াবা আটক করা হয়।
হোতাপাড়া পুলিশ ফাঁড়ি’র ইনচার্জ পরিদর্শক মোজাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হালডোবা এলাকায় চেকপোস্ট বসিয়ে ৩ মাদক কারবারির কাছ থেকে ১ হাজার ৪’শত পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
COMMENTS