ডেস্কঃ গতকাল যোগ দিয়ে আবদুল করিম দাবি করেছেন, তিনি গত সিটি করপোরেশন নির্বাচনে ২৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন। এ প্রসঙ্গে গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, আমি কোনো দিন ওনার নাম শুনিনি।
এই যোগদান নিয়ে কথা হয় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানের সঙ্গে। টঙ্গী পৌরসভার একাধিকবারের এই চেয়ারম্যান বলেন, আমি ১৭ বছর ধরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম। আবদুল করিম আওয়ামী লীগে যোগ দিলে তো অন্তত সাধারণ সম্পাদক হিসেবে আমার কাছে আবেদন করতে হবে। কোনো দিন তিনি আওয়ামী লীগে ছিলেন না। মাঠপর্যায়ের কর্মীও ছিলেন না। তিনি বিএনপি ও জাতীয় পার্টির রাজনীতি করেছেন।
আজমত উল্লাহ খান বলেন, গত সিটি নির্বাচনে একটি তালিকায় ২৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তাঁর নাম ছিল। এ নাম কীভাবে এল, তা নিয়ে তাৎক্ষণিক আমি প্রতিবাদ করি। এরপরই সেটা প্রত্যাহার করা হয়। সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তিনি ছিলেন না।
গাজীপুর সিটির মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এখন জাপানে আছেন। আজমত উল্লাহ বলেন, করিম কোনো দিন জাহাঙ্গীরের মাধ্যমে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন কি না, তা নিয়ে তাঁকে জিজ্ঞাসা করেছিলাম। সিটি মেয়র বলেছেন, করিম কখনোই তাঁর মাধ্যমে আওয়ামী লীগে যোগ দেননি।
সূত্রঃ প্রথম আলো
এই যোগদান নিয়ে কথা হয় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানের সঙ্গে। টঙ্গী পৌরসভার একাধিকবারের এই চেয়ারম্যান বলেন, আমি ১৭ বছর ধরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম। আবদুল করিম আওয়ামী লীগে যোগ দিলে তো অন্তত সাধারণ সম্পাদক হিসেবে আমার কাছে আবেদন করতে হবে। কোনো দিন তিনি আওয়ামী লীগে ছিলেন না। মাঠপর্যায়ের কর্মীও ছিলেন না। তিনি বিএনপি ও জাতীয় পার্টির রাজনীতি করেছেন।
আজমত উল্লাহ খান বলেন, গত সিটি নির্বাচনে একটি তালিকায় ২৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তাঁর নাম ছিল। এ নাম কীভাবে এল, তা নিয়ে তাৎক্ষণিক আমি প্রতিবাদ করি। এরপরই সেটা প্রত্যাহার করা হয়। সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তিনি ছিলেন না।
গাজীপুর সিটির মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এখন জাপানে আছেন। আজমত উল্লাহ বলেন, করিম কোনো দিন জাহাঙ্গীরের মাধ্যমে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন কি না, তা নিয়ে তাঁকে জিজ্ঞাসা করেছিলাম। সিটি মেয়র বলেছেন, করিম কখনোই তাঁর মাধ্যমে আওয়ামী লীগে যোগ দেননি।
সূত্রঃ প্রথম আলো
COMMENTS