গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামীসহ ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
৬ আগস্ট শনিবার ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলোঃ- এক কেজি গাঁজাসহ ১. বিল্লাল হোসেন (২৬) পৌর এলাকার কেওয়া গ্রামের মৃত দুলাল উদ্দিনের ছেলে ও ২.লিটন শিকদার (২৫) উপজেলার বেরাইদেরচালা গ্রামের মৃত মালেক শিকদারের ছেলে।
মাদক মামলায় (নং-৭৬৮/১৯) ৩. রুমান মিয়া (২৯) পৌর এলাকার সবুজবাগ গ্রামের মৃত আঃ খালেকের ছেলে। গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ৪.আঃ মতিন (৩০) উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের শামসুদ্দিনের ছেলে ও ৫. ইমন (২৪) উপজেলার বেরাইদেরচালা গ্রামের মহিউদ্দিনের ছেলে। নিয়মিত মামলায় ৬. রুবেল মিয়া (২৪) উপজেলার বাপ্তা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযানে মাদক ব্যবসায়ীসহ সকল আসামীদের গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
COMMENTS