গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গতাজ অডিটরিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সভাপতি আলহাজ্ব সেলিনা ইউনুস।
প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করেন গাজীপুর সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র আলহাজ্ব এডভোকেট জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করেন।
গাজীপুর সংরক্ষিত মহিলা ২ আসনের এমপি শামসুন্নাহার ভূঁইয়া, বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত থাকেন অ্যাডভোকেট রিনা পারভীন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আরো উপস্থিত থাকেন সহ-সভাপতি গাজীপুর মহানগর আওয়ামী লীগের আমজাদ হোসেন বাবুল। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাহিমা আক্তার হোসনা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আজকের যে আয়োজন করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এটা প্রশংসনীয় এবং আমি তাদের অভিনন্দন জানাই এবং আগামী দিনে পুরুষদের সাথে সাথে নারীরাও যেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত কে আরো শক্তিশালী করার বিশেষ ভূমিকা রাখবেন। আশা করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৫ ই আগস্ট ২১ শে আগস্ট গ্রেনেড হামলার সহ সকল খুনিদের চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার আহ্বান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের জাতীয় মহিলা লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
COMMENTS