‘বেপরোয়া’ ছবির মাধ্যমে বড়পর্দায় খলঅভিনেতা হিসাবে অভিষেক ঘটলো এ সময়ের জনপ্রিয় মডেল খালেদ হোসেন সুজন। এই ছবিটি নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা রাজা চন্দ। আর ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া।
‘বেপরােয়া’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ও নায়ক রোশান। এই ছবিটি ঈদের প্রথম সপ্তাহে ৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
এেিদক ‘বেপরোয়া’ ছবিটি দর্শক মহলে প্রশংসিত হতে শুরু করেছে এমন দাবি প্রযোজনা সংস্থার। যদিও হল ফেরত রিপোর্ট হচ্ছে দর্শক খড়ায় প্রেক্ষাগৃহগুলো। এর ভিড়েও এই ছবিটি দেখার পর দর্শকরা বলছেন, প্রথম ছবি দিয়ে নিজেকে মেলে ধরতে পেরেছেন মডেল থেকে খলঅভিনেতার ভ‚মিকায় খালেদ হোসেন। তার অভিনয়শৈলীর নিপুনতায় হয়তো শিল্পী সংকটের এই সময়ে প্রযোজকরা তাকে নিয়ে ভাবতে পারেন এমন মন্তব্য হল ফেরত দর্শকের।
‘বেপরোয়া’ ছবি থেকে কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে খলঅভিনেতা খালেদ হোসেন বলেন, ‘মাত্রই শুরু করেছি নিজের কথা নিজে বলা যায় না, তবে দর্শকরা পজেটিভ এতটুকু বুঝেছি।’
উল্লেখ্য, খলঅভিনেতা খালেদ হোসেনের বাবা মুক্তিযোদ্ধা জাকির হোসেন চৌধুরী। তার দুই সন্তানের মধ্যে সবার ছোট সুজন। ১৯৯৭ সালে ‘কেপেসকো শো-তে র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে তার যাত্রা শুরু। তারপর তিনি বিবি রাসেল ও ইমদাদুল হকের মতো ব্যক্তিদের সাথে কাজ করার সুযোগ পান। এছাড়াও তিনি একাধিক টেলিফিল্ম, বিলবোর্ড বিজ্ঞাপনসহ ১০০০ ফ্যাশন শো ও ৫০টি বিজ্ঞাপনে মডেল হিসেবে অভিনয় করেছেন।
‘বেপরােয়া’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ও নায়ক রোশান। এই ছবিটি ঈদের প্রথম সপ্তাহে ৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
এেিদক ‘বেপরোয়া’ ছবিটি দর্শক মহলে প্রশংসিত হতে শুরু করেছে এমন দাবি প্রযোজনা সংস্থার। যদিও হল ফেরত রিপোর্ট হচ্ছে দর্শক খড়ায় প্রেক্ষাগৃহগুলো। এর ভিড়েও এই ছবিটি দেখার পর দর্শকরা বলছেন, প্রথম ছবি দিয়ে নিজেকে মেলে ধরতে পেরেছেন মডেল থেকে খলঅভিনেতার ভ‚মিকায় খালেদ হোসেন। তার অভিনয়শৈলীর নিপুনতায় হয়তো শিল্পী সংকটের এই সময়ে প্রযোজকরা তাকে নিয়ে ভাবতে পারেন এমন মন্তব্য হল ফেরত দর্শকের।
‘বেপরোয়া’ ছবি থেকে কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে খলঅভিনেতা খালেদ হোসেন বলেন, ‘মাত্রই শুরু করেছি নিজের কথা নিজে বলা যায় না, তবে দর্শকরা পজেটিভ এতটুকু বুঝেছি।’
উল্লেখ্য, খলঅভিনেতা খালেদ হোসেনের বাবা মুক্তিযোদ্ধা জাকির হোসেন চৌধুরী। তার দুই সন্তানের মধ্যে সবার ছোট সুজন। ১৯৯৭ সালে ‘কেপেসকো শো-তে র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে তার যাত্রা শুরু। তারপর তিনি বিবি রাসেল ও ইমদাদুল হকের মতো ব্যক্তিদের সাথে কাজ করার সুযোগ পান। এছাড়াও তিনি একাধিক টেলিফিল্ম, বিলবোর্ড বিজ্ঞাপনসহ ১০০০ ফ্যাশন শো ও ৫০টি বিজ্ঞাপনে মডেল হিসেবে অভিনয় করেছেন।
COMMENTS